বিমানের আসনের নিচে কোটি টাকার সোনা

0
0

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে স্বর্ণের ২০টি বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৯টার দিকে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এর দাম প্রায় এক কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচ থেকে স্কচটেপে মোড়ানো স্বর্ণের ২০টি বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৩২০ গ্রাম।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগের উপকমিশনার আহসান উল্লাহ জানান, মালিকবিহীন অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। স্বর্ণ উদ্ধারের ঘটনায় তদন্ত করা হবে। উদ্ধারকৃত স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here