বিএনপির নির্বাচিতদের দ্রুত শপথ নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

0
0

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিলে জনগণের রায়ের প্রতি অবমাননা করা হবে। যারা এখনও সংসদ সদস্য হিসেবে শপথ নেননি, তাঁদেরকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা বলেন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শপথ গ্রহণ করা জনপ্রতিনিধির অধিকার। সেই সঙ্গে তিনি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন, এটাই সবার কাম্য। জনগণ তাই আশা করছে, তাঁরা দ্রুত শপথ নিয়ে সংসদীয় কর্মকান্ডে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন।

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় দীপু মনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সেখানে শেখ সেলিমের নাতিও নিহত হয়েছে। আমরা সবাই শোকাহত। আমাদের দেশে এ ধরনের ঘটনা এখন ঘটে না। তবুও আমার বিশ্বাস, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণ সর্বোচ্চ সতর্ক থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here