শেয়ারবাজারের কারসাজি ধরতে শক্ত আইন তৈরি করছে সরকার : অর্থমন্ত্রী

0
0

শেয়ারবাজারে সূচকের হঠাৎ উত্থান-পতনের পিছনে কেউ কেউ জড়িত রয়েছেন। আমরা ১৯৯৬, ২০১০ সালে এই ধরনের ঘটনা দেখেছি। যারা করছে তারা তো ব্যবসায়ী। সারা বিশ্বে এই ব্যবসায়ীদের জেলে পাঠানোর নজির খুব কম। আমরা কারসাজিকারকদের খুঁজছি, যাদের পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যারা এসব ঘটনার পেছনে জড়িত তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে। এসব কারসাজিদের ধরতে আমরা শক্ত আইন তৈরি করছি।

সোমবার বিকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে সূচক এবং লেনদেনের যে উত্থান পতন দেখা গিয়েছে সেই বিষয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার মনে হচ্ছে পুঁজিবাজার ভালো অবস্থানে রয়েছে। আমাদের প্রাইস আর্নিং রেশিও ভাল অবস্থানে রয়েছে । এটা যদি ৮০-৯০ উপরে ওঠতো তাহলে মার্কেট খারাপ হতো। এই প্রাইস আর্নিং রেশিও আমাদের বেঞ্চমার্ক।

তিনি আরো বলেন, পৃঁজিবাজার দেশের অর্থনীতির সাথে জড়িত। দেশের অর্থনীতি ভালো হলে পুঁজিবাজার ভালো থাকবে আর পুঁজিবাজারে সূচকের উঠা-নামা এটা থাকবেই।

বর্তমান বাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময় মার্কেট স্বাভাবিক রয়েছে। সূচক ৫ হাজার ৯০০ পয়েন্ট থেকে ৫ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে গেলে তেমন কোন বড় কিছু নয়। জাপানের শেয়ারবাজারে ১৯৮৯ সালে সূচক ছিল ৩৯ হাজার সেটা ২০০৭ সালে মাত্র ৭ হাজার পয়েন্ট এ নেমে আসে। আবার ইন্ডিয়াতে সূচক ২১ হাজার পয়েন্ট থেকে ৭ হাজার পয়েন্ট এ নেমে আসে।
মার্কেটে এই ধরনের উত্থান পতন ঘটে এটা কোন বিষয় না। তা দেখে আমাদের ভয় পেলে চলবে না আমাদের মার্কেট অন্য দেশের মার্কেট এর মত না সেখানের বিনিয়োগকারীরা বুঝে শুনে মার্কেটে আসে। কিন্তু আমাদের এখানে যারা আসেন তারা বেশিরভাগই বুঝে শুনে আসেন না আর যদি বুঝে শুনে আসতেন তাহলে আমাদের এত শক্তিশালী কমিশনের প্রয়োজন হতো না।

বিনিয়োগকারীরা আসুক। বিনিয়োগকারীদের হাত ধরেই বিনিয়োগ হয়। এই বিনিয়োগ থেকেই দেশে শিল্পায়ন হবে, কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছুই পুঁজিবাজার থেকে হবে।

দীর্ঘমেয়াদী বিনিয়োগ পুঁজিবাজার থেকে হবে কারণ আমরা দেখেছি স্বল্প মেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় না বলে মন্তব্য করেন তিনি।

বাজারে ভালো সিকিউরিটিজের তালিকাভুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, বাজারে ভালো সিকিউরিটিজ আসবে না আমরা এ বিষয়ে জোর করতে পারি না তবে যেসব ভালো সিকিউরিটিজ আসছে সেগুলো খারাপ গুলোর সাথে মিশে খারাপ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here