শেখ সেলিমের বাসায় শোকের মাতম: জায়ানের মরদেহ আসছে মঙ্গলবার

0
0

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে তার বনানী বাসায় চলছে শোকের মাতম ।সকাল থেকে দলের নেতাকর্মীসহ নিকটাত্মীয়রা ভিড় করছেন।পরিবারের আদরের সন্তানকে হারিয়ে শোক বিহবল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সোমবার সকাল থেকে একে একে দলের উর্ধবতন নেতারা বনানীর বাসায় আসেন সমবেদনা জানাতে তবে নিকটাত্মীয় ছাড়া কাউকে বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না। বাসার সামনে ও রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে দেশে আনা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন।বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে রোববারের ভয়াবহ বোমা হামলায় নিহত হয় আট বছর বয়সী জায়ান। ওই ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন। শেখ সেলিমের জামাতা প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিক্ৎিসাধীন থাকায় এখনই তাকে দেশে আনা সম্ভব হচ্ছে না বলে শিল্পমন্ত্রী জানান।

সোমবার সকালে শেখ সেলিমের বাসায় গিয়ে তাকে সান্ত¡না জানানোর পর বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল মজিদ হুমায়ুন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বেড়াতে।ইস্টার সানডের প্রার্থনার মধ্যে রোববার গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এর মধ্যে একটি হোটেলে উঠেছিল ওই পরিবার।হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় ব্র“নেইয়ে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের স্বজনদের বোমা হামলার শিকার হওয়ার কথা জানান। প্রিন্স হাসপাতালে আর জায়ান নিখোঁজ জানিয়ে সবার দোয়া চান তিনি।পারে রাতে জায়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেন ওই পরিবারের ঘনিষ্ঠ একজন।

শ্রীলঙ্কায় ভয়াবহ ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ইতোমধ্যে ২৯০ জনে পৌঁছেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সাড়ে পাঁচশ মানুষ।বিস্ফোরণে প্রিন্সের দুই পায়ে গুরুতর জখম হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ওখানে তার চিকিৎসা চলছে। হি ইজ সেইফ নাও। বাট, এখনি তাকে আনা যাচ্ছে না।

শিল্পমন্ত্রী বলেন, জায়ানের মৃত্যুর খবর তার মা শেখ আমেনা সুলতানা সোনিয়াকে এখনও জানানো হয়নি। তাদের নিয়ে আসতে শেখ সেলিমের স্ত্রী ও ছোট ছেলে শেখ ফজলে নাইম রোববারই শ্রীলঙ্কা গেছেন। ব্র“নেই থেকে বড় ছেলে শেখ ফজলে ফাহিমও শ্রীলঙ্কায় রওনা হয়েছেন।

এদিকে মন্ত্রিসভার সদস্য,সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার সকাল থেকেই শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় আসতে শুরু করেন। তারা শেখ সেলিমের পরিবারের প্রতি সান্ত¡না জানান।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও ছিলেন তাদের মধ্যে। নাতির জন্য কবরের জায়গা দেখতে বেলা ১২টার পর বাসা থেকে বের হয়ে বনানী কবরস্থানে যান শেখ ফজলুল করিম সেলিম। কিছুক্ষণ পর তিনি ফিরে আসেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here