ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাতে পাম্পাংগা প্রদেশে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। প্রদেশটির গভর্নর লিলিয়া পিনেদা এই তথ্য নিশ্চিত করেছেন বলে দেশটির গণমাধ্যম এবিএস-সিবিএনের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র সানস্টার। তিনি বলেন, নিহতদের মধ্যে পোরাক পৌরসভায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া লুবাও পৌরসভায় দুজন নিহত হয়েছেন।
সংবাদপত্রটি জানায়, ভূমিকম্পের ফলে পোরাকে বিধ্বস্ত হওয়ার চুজন সুপারমার্কেটে ৪০ জনের বেশি মানুষ আটকা পড়েন। তাদের মধ্যে ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বিকেল পাঁচটা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে দেশটির সরকারি সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলোজি অ্যান্ড সিসমোলোজির (পিএইচআইভিওএলসিএস) বরাত দিয়ে জানায় স্থানীয় গণমাধ্যম জিএমএ নিউজ অনলাইন।
দেশটির জ্যাম্বেইলস প্রদেশের ক্যাস্টিলেজোস পৌরসভা থেকে ১৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে জানায় সংস্থাটি। প্রথমে পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন অনুভূত হয় কিন্তু পরে এর মাত্রা বেড়ে যায়। এদিকে এদিন সাতটা ২৩ মিনিটে পোরাকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে এবং কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলেও উল্লেখ করে গণমাধ্যমটি।
পিএইচআইভিওএলসিএসের ডেপুটি ডিরেক্টর বার্ত বাউতিস্তা বলেন, কমপক্ষে ১৭টি কম্পন রেকর্ড করা হয়েছে। সপ্তাহজুড়েই ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা আছে।