পদ্মা সেতুর একাদশ স্প্যান বসছে মঙ্গলবার: দৃশ্যমান হবে ১৬৫০ মিটার

0
41

পদ্মা সেতুতে প্রথম বারের মতো এক মাসের মধ্যেই বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। মঙ্গলবার (২৩ এপ্রিল) একাদশ এ স্প্যানটি বসানো হলে সেতুর দৃশ্যমান হবে ১৬৫০ মিটার পদ্মা সেতু ।

এর আগে চলতি মাসের ১০ তারিখে দশম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে।এর আগে দৃশ্যমান ৮টির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্তে দিয়েই শুরুহয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি বসার পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও ৭টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে আসা হলো জাজিরায়।৩৪ নম্বর পিলারের ওপর আগেই স্প্যান বসানো আছে। তার সাথে ৩৩ নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগেিয় বসানো হবে একাদশ স্প্যান। প্রস্তুুত করে তোলা হয়েছে তাই পিলারটি।

আনুষাঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা।তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্প্যানবাহী ক্রেন চলাচলে নদীতে নাব্য সঙ্কট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সব শেষে স্প্যানটি বসাতে ২ দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুুত সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলনে, আমাদের র্টাগেট আগামীকাল । তবে নাও হতে পারে। অনেক খুঁিটনাটি বিষয় আছে। এবং যতই সময় বারছে মানুষ আশাবাদী হচ্ছে এটাই আমাদের পাওয়া। মানুষ আগে যে বিশ্বাস পাচ্ছিল না, সেটা এখন পাচ্ছে। মাওয়া প্রান্তে স্প্যান বসাতে নদীর পাড় থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্প্যান বসানো হয়, সেদিনি”ই এটি ইর্য়াড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরায় স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে ৫ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওয়ানা দিয়েছে স্প্যানবাহী ক্রেনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here