শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশিসহ নজরদারিও বাড়িয়েছে পুলিশ। রোববার (২১ এপ্রিল)খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ও মুসলিম ধর্মাবলম্বীদের শবে বরাত উদযাপন উপলক্ষে ধর্মীয় উপাসনায়গুলো ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।
পুলিশ সদর দফতর জানায়, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় বাংলাদেশে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরেও বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, শ্রীলঙ্কার ঘটনার প্রভাব আমাদের দেশে পড়ার আশঙ্কা নেই। দেশজুড়ে এমন কোনো হুমকিও নেই। তারপরেও পারর্শ্ববর্তী দেশের এতো বড় ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান ও বারিধারায় আইন-শৃঙ্খলা বাহিনী বাড়তি তৎপর রয়েছে। শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর কূটনৈতিক এলাকার প্রতিটি পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সকল ডিআইজি, পুলিশ সুপার এবং মাঠ পর্যায়ের কমান্ডিং অফিসারদের বাড়তি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে পুলিশ সদর দফতরের সহকারী উপ-মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি করতে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইস্টার সানডে এখনো শেষ হয়নি। এরপরই রাতের বেলা শবে বরাত শুরু হবে। আগামীকালও কোথাও কোথাও অনুষ্ঠান হবে। কাজেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এআইজি মিডিয়া আরও বলেন, সারাদেশে কোথাও কেউ যাতে নাশকতার চেষ্টা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশিও শুরু হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কোনো নাশকতার তথ্য পুলিশের কাছে নেই। সব কিছু স্বাভাবিক রয়েছে। পাশের দেশে হামলা হওয়ায় আমরা জাস্ট সতর্ক থাকছি।
তবে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, রাজধানীর কোথাও নিরাপত্তা জোরদার করা হয়নি। অন্যান্য দিনের মতো পুলিশ স্বাভাবিক দায়িত্ব পালন করছে। ডিএমপির পক্ষ থেকে কোথাও বাড়তি সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট সাত জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১৮৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিদেশি ৩৫ জন। বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। এছাড়া এক শিশুসহ দুই বাংলাদেশিও নিখোঁজ রয়েছেন।