কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানে অতি সম্প্রতি পাঁচ লাখ ইয়াবার চালান আটকের ঘটনায় ধৃত তিন আসামিকে রিমান্ড শেষে ১৫ এপ্রিল আদালতে সোপর্দ করা হয়েছে। মোশাররফ সিকদার, বাদল ও ইলিয়াসকে চার দিনের রিমান্ডে পুলিশ গুরুত্বপুর্ণ তথ্য পেয়েছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট মামলার গুরুত্বপুর্ণ আসামি ট্রলার মালিক আল-আমিনকে গ্রেফতার করতে পারলে অনেক গডফাদারদের নাম বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন দাবি করেছেন।
পাঁচ লাখ ইয়াবার এ চালানটি কক্সবাজার এলাকা থেকে আসছিল। এটি মহিপুর-কিংবা আলীপুরে আনলোড হওয়ার কথা ছিল। ধৃত আসামি মোশাররফের নিয়ন্ত্রণে থাকা ইয়াবার চালানবাহী ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে চালনটি আটকাতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা। তবে ১০ এপ্রিল সকালে ইয়াবার সঙ্গে দাঁড় করিয়ে মোশাররফের সঙ্গে টিপু মুন্সিকে কারবারি হিসেবে গণমাধ্যমে ব্রিফ করা হলেও অজ্ঞাত কারনে পরের দিনের মামলা কিংবা গ্রেফতারকৃত আসামির মধ্যে টিপু না থাকা নিয়ে এখনও ধু¤্রজাল কাটেনি। পুলিশ ও কোস্টগার্ডের দাবি টিপু নির্দোষ। কিন্তু যাকে ইয়াবার কারবারি হিসাবে ধৃত করা হলো। তাকে মামলার তদন্ত শেষ না হতেই কীভাবে বাদ দেয়া হয়েছে এনিয়েও চলছে মুখরোচক আলোচনা। এদিকে পাঁচ লাখ ইয়াবার আগে ৬ লাখ ৭৭ হাজার পিস ইয়াবার চালান এ রুটে পাচারকালে আটকের পরে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে এর হোতাসহ গডফাদারদের শণাক্ত এবং গ্রেফতারে।
১০ এপ্রিল সকাল ১০টায় কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান নিজামপুর কোস্টগার্ড বিসিজি স্টেশনে আনুষ্ঠানিক ব্রিফিংকালে বলেছিলেন টেকনাফ-কক্সবাজার এলাকায় বিভিন্ন বাহিনীর টহল জোরদার থাকায় ইয়াবা কারবারিরা মহিপুর-আলীপুর-কলাপাড়ার গডফাদারদের মাধ্যমে এই রুটকে ব্যবহার করছে। এর আগে র্যাবের আরেক সফল অভিযানে ছয় লাখ ৭৭ হাজার পিস ইয়াবা আটক হয় কলাপাড়ার শেখ কামাল সেতুর সলিমপুর অংশের সংযোগ সড়ক থেকে। এছাড়া অতি সম্প্রতি ঢাকায় লঞ্চ ও বাস থেকে আটক হওয়া আট লাখ ইয়াবার চালানও এ উপকূল থেকে খালাশ করা হয় বলে গণমাধ্যমসুত্রে জানা গেছে।
ইয়াবার এতো বড় একাধিক চালান এরুটে খালাশের ঘটনা এবং প্রশাসনের সফল অভিযানে জনমনে স্বস্তির পাশাপাশি স্থানীয় গডফাদারদের আইনের আওতায় আনার দাবিও উঠেছে। ইয়াবাসহ মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স অবস্থানে ব্যাপক সফলতা আসছে। পাশাপাশি টেকনাফ-কক্সবাজার এলাকার চোরাচালানিরা এখন কুয়াকাটা, মহিপুর, আলীপুর, কলাপাড়া এলাকায় সৃষ্টি করছে এ জগতের নতুন গডফাদার। আর ইলিশসহ গভীর সাগরে মাছ শিকারের এক শ্রেণির ট্রলার মাঝি, মালিকদের কিংবা জেলেদের একাজের কারবারি কিংবা ভাগিদার বানাচ্ছে। অল্প সময় বিত্ত-বৈভবের মালিক বনে যাওয়ার লোভে ইয়াবা কারবারির সংখ্যা বাড়ছে এ জনপদে। স্থানীয়রা জানায়, কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার খাজুরা-লেম্বুরচর থেকে কাউয়ার-রাবনাবাদ মোহনা এলাকায় অন্তত শত সদস্যের একটি নব্য সিন্ডিকেট রয়েছে। এদের অনেকের দৃশ্যমান কোন পেশা নেই।
অত্যাধুনিক মডেলের মোটর সাইকেলে এরা দাপিয়ে বেড়ায়। রাত-বিরেত এরা সাধারণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানান ছলছুতোয় হয়রানি নিপীড়ন করে বেড়ায়। শাসক দলের স্বঘোষিত নব্য ক্যাডার হিসেবে এরা নিজেকে জাহির করে আওয়ামী লীগ তথা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। অহরহ অপকর্ম করছে। নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষ এ চক্রের কারণে নিতান্ত দায় ঠেকে এক চিলতে জমি বিক্রি করতে গেলেও দাবিকৃত চাঁদা দিতে হয়। স্বামী-স্ত্রীসহ কোন সজন নিয়ে পর্যটন এলাকায় ঘোরাও এচক্রের কারণে এখন বিপজ্জনক হয়ে গেছে। এদের শণাক্ত করে আইনের আওতায় আনলেই মাদকের এই বেচকেনার হাটের দৌরাত্ম কমবে। নইলে গডফাদারসহ কারবারি থেকে খুচরা বিক্রেতারা ধরা-ছ্ােয়ার বাইরে থেকে যাবে। কুয়াকাটার আবাসিক হোটেল থেকে বিভিন্ন সময় ইয়াবার খুচরা বিক্রেতাসহ সেবনকারীদের পুলিশ আটক করে। কলাপাড়া ও মহিপুর থানায় গত মার্চ মাসে মাদক সংক্রান্ত ১৮ টি মামলা হয়েছে। কিন্তু স্থানীয় গডফাদাররা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। তবে পাঁচ লাখ ইয়াবাসহ আটক হওয়া মোশাররফ সিকদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের পরে স্থানীয় গডফাদারসহ অনেকের নাম বেরিয়ে আসছে বলে নিশ্চিত মতামত দিয়েছেন মহিপুরের সাধারণ জেলেসহ বোটমাঝিরা। তবে এ মামলার অন্যতম আল-আমিনকে গ্রেফতার করলে মূল তথ্য বেরিয়ে আসবে বলে মানুষের ধারনা। কলাপাড়া ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় (ওসি) জানান, মাদক নিমর্ূূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি নৌ-পুলিশ, কোস্টগার্ড র্যাবও রয়েছে সচেষ্ট।