বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক গ্রহণযোগ্য নয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

0
39

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালরেয়র প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যাকে ইচ্ছা তাকে নিয়ে বিতর্ক করেন। তবে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে তার দেশে যেমন কোনো বিতর্ক নেই, মহাত্মা গান্ধীকে নিয়ে তার দেশে কোনো বিতর্ক নেই, ঠিক তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্ক গ্রহণযোগ্য হবে না।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণহত্যা ১৯৭১ নওগাঁ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে একুশে পরিষদ নওগাঁ।

কে এম খালিদ বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হলে তা সংরক্ষণ করতে হবে। আর এজন্য গবেষণা প্রয়োজন। মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা করছে সংস্কৃতি মন্ত্রণালয় তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এসময় আরও উপস্থিত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here