ফেনীর দাগনভূঞায় শিশু বলৎকারে অভিযুক্ত শিক্ষক শহিদুর রহমানকে (৫৩) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে দাগনভূঞা আমলী আালতের বিচারক এস.এম এমরান তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।পুলিশ ও আদালত সূত্র জানায়, রবিবার রাতে দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী দারুল কোরআন ওয়াস-সুন্নাহ মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক শহিদুর রহমান ওই মাদরাসার দ্বিতীয় শ্রেনীর এক আবাসিক ছাত্রকে বলৎকার করে। পরদিন বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।
ওই দিন রাতেই নির্যাতনের শিকার শিশুর পরিবার দাগনভূঞা থানায় অভিযোগ করেন।
কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর পরিবার ও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত শিক্ষকের বাড়ী পার্শ্ববর্তী উপজেলা সেনবাগের জয়ধর গ্রামে।দাগনভূঞা থানার পরিশক (ওসি) সালেহ আহাম্মদ পাঠান জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি না করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।