শিল্পী তানভীরুল ইসলাম এর ৫ম ওয়েব আর্ট শো, লাইনস অফ ইমেজ, পহেলা বৈশাখ হতে শুরু

0
0

ডিজিটাল এই সময়কে মাথায় রেখে ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল ট্রান্সপারেন্ট বাউন্ডারি শিরোনামে প্রথম ওয়েব আর্ট শো। এই ধারাবাহিকতায় শিল্পী মো: তানভীরুল ইসলাম পুনরাই শুরু করতে যাচ্ছেন ১৪ এপ্রিল, ২০১৯, পহেলা ৈবশাখ উপলক্ষে ৫ম ওয়েব আর্ট শো শিরোনাম: লাইনস অফ ইমেজ ( ৬১ থেকে ১২০ ) ৬০ টা শিল্প কর্ম নিয়ে এই প্রদর্শনী শুরু হচ্ছে।

অনেক বিন্দুর মিলন হতে সৃষ্ট রেখা সৃষ্টির শুরু থেকে নির্মাণ করে যাচ্ছে অবিরাম যার কল্যানে গুহা চিত্র থেকে শুরু করে বর্তমান বিশ্বের যাবতীয় আবিস্কারের মূল বিষয় হয়ে আছে রেখা। রেখার মাধ্যমে সৃষ্টির প্রাথমিক গঠন আমাদের দৃষ্টি গোচর হয় আমরা বুঝতে পারি বস্তুর অবয়ব ও আকার। রেখার সাথে আমার এই ভাব বিনিময় শুরু হয়েছে ছেলে বেলা থেকেই তাই আমি মূলত রেখা নির্ভর গঠনে প্রতি একাত্ম হয়ে আছি। এই প্রদর্শনীর মূল বিষয় রেখার ভিন্ন গতি প্রকৃতির অনুসরণ ও উপলব্ধি করা। এই গতি প্রকৃতির ভিন্নতায় নানা রকম ফর্মের গঠন প্রকাশ পেয়েছে। রঙ ব্যবহার হয়েছে ছবির ব্যাগ্রউন্ড হিসেবে । মূলত এই ব্যাকগ্রাউন্ড মোটা/ চওড়া স্তরের রঙ্গিন লাইন হিসেবে ব্যবহারিত হয়েছে।

বিষয় হিসেবে যান্ত্রিক শহরে নানা দিক সহজ সরল ভাবে উপস্থাপিত হয়েছে। মানুষের মধ্যে যে হতাশা, ভয়, ক্রোধ, বন্ধুত্ত্ব, সাধনা, সাধারণ আড্ডা ইত্যাদি বিষয় স্থান পেয়েছে। প্রতিদিন সময়ের সাথে যে অনুভূতি গুলি আমার শরীর ধারণ করে তাই প্রকাশ পেয়েছে এই কাজগুলিতে। মাধ্যম হিসেবে এক্রেলিক রঙ সাথে ভিন্ন রকম কলম এর ব্যবহার হয়েছে।
জীবনের নানা গতি প্রকৃতি ও অনুভূতি রেখার মাধ্যমে উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। ক্যানভাসে রঙের রেখার সাথে কলমের রেখার সংমিশ্রনে ভিন্ন ধর্মী অনুভূতি সৃষ্টি হয়েছে । ভিন্ন এই যাত্রার কিছু কাজ নিয়ে শুরু করছি পহেলা বৈশাখ থেকে আমার ৫ম একক ওয়েব আর্ট শো।

Lines of Image (61 to 120) শিরোনামে এই প্রদর্শনীতে ৪০ টি এক্রেলিক সাথে কলম ও ২০ টি ড্রইং এর কাজ আছে। নতুন বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছে জানিয়ে প্রদর্শনী শুরু করছি।

৫ম ওয়েব আর্ট শো, লাইনস অফ ইমেজ

শিল্পী মো: তানভীরুল ইসলাম
http://linesof.life/

মোবাইল : ০১৭১৪১৩৩৭২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here