নুসরাতের সোনাগাজীতে নেই বৈশাখের আনন্দ

0
0

বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বলে কথা। সকালে ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খাওয়া, মেলায় যাওয়া কিংবা আরও কত আয়োজন। গান-বাজনা আর নানা উৎসবে মেতে ওঠেন সবাই। তবে ফেনীর সোনাগাজীতে এবার নেই এমন কোনও উৎসব বা আনন্দ। গ্রামের মানুষের কাছে এ দিনের চিত্রটা বছরের অন্যসব দিনের চেয়ে আলাদা।

রোববার পহেলা বৈশাখের দিনে এখানে নেই কোনও উৎসব। সকালে হয়নি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ইলিশের আয়োজন। সোনাগাজী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকা ঘুরে কোথাও কোনো উৎসব চোখে পড়েনি। কী করেই বা এখানকার মানুষ উৎসব করবে? তারাতো নির্মমতার কষ্ট বয়ে বেড়াচ্ছেন।

এবার উপজেলা প্রশাসন থেকেও পহেলা বৈশাখের কোনও আয়োজন ছিল না সোনাগাজীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ বলেন, অন্যান্যবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, উপজেলা চত্ত্বরে পান্তা ইলিশ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার নুসরাতের স্মরণে উৎসব আয়োজন স্থগিত করা হয়েছে। তিনি বলেন, তবে খুব ছোট করে একটি র‌্যালি করা হয়েছে। সেই র‌্যালিতে অন্যান্যবারের মতো তেমন আয়োজন ছিল না, সেখানে ফুটে উঠেছে নুসরাত হত্যার প্রতিবাদ।

নৃশংসতার আগুনে দগ্ধ হয়ে হত্যার শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির করুণ আর্তনাদ এখনও ভুলতে পারছেন না তার কাছের মানুষগুলো। বুকে ব্যথা চেপে আছেন, মনের অজান্তে মাঝে মাঝে চোখে অশ্রু গড়িয়ে আসে। নুসরাত ছাড়া পহেলা বৈশাখ তাদের কাছে বিষন্নতায় ভরা।

যার স্বজন চলে যায় সে বোঝো হারানোর কি যন্ত্রণা- তাইতো নুসরাতের মা শিরিন আক্তার ঘুমের মাঝেও চিৎকার করে ওঠেন। মুহূর্তে মুহূর্তে বুকটা তীব্র ব্যথা করে তার। আদরের নুসরাত ছাড়া কিভাবে জীবন চলবে? জীবনটা এখন তার কাছে অন্ধকার মনে হয়। মাঝে মাঝে মন চায় মেয়ের কাছে চলে যেতে। বিধাতার কাছে কিছুক্ষণ পর পর হাত তুলে দুঃখ সইবার শক্তি প্রার্থনা করেন তিনি।

সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার শ্লীলতাহানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আলিম পরীক্ষার্থী নুসরাতকে। বর্বর এই ঘটনার পর থেকে শোকাচ্ছন্ন পুরো সোনাগাজী। শোকের ছায়া কাটেনি পহেলা বৈশাখেও। বৈশাখ মানে এখানে বেদনা, কোথাও নেই আলপনা- শুধুই এক রাশ বিষন্নতার কালি।

নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি মো. নুরুল আমিন বলেন, নুসরাতে নির্মম হত্যাকান্ডে সারাদেশ শোকাহত, কিন্তু সোনাগাজীর মানুষের শোকটা একটু বেশি। এত বেশি আহত হয়েছি, যা ভাষায় প্রকাশ করার মতো না।

তিনি বলেন, পহেলা বৈশাখে প্রতি বছর নজরুল একাডেমির কিছু আয়োজন থেকে। এবারও সকাল ৯টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু নুসরাতের মত্যু যন্ত্রণা সংস্কৃতিকর্মীদের ছুঁয়ে গেছে। ফলে আমরা আমাদের সব অনুষ্ঠান স্থগিত করেছি। উপজেলা চত্বরে পূর্ব নির্ধারিত দুই দিনের বৈশাখী মেলাও স্থগিত করা হয়েছে। তিনি বলেন, নুসরাতে মৃত্যু যেন তীব্র বিদ্রুপ করছে। তার নাম এখন শুধু আর নুসরাত বা রাফি নয়। প্রতিদিন নির্যাতন ও হত্যার শিকার আরও অনেক অনেক মেয়ের নাম এখন তারও নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here