ঢাকাগামী সোহাগ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চাচা ভাতিজা হতাহত হয়েছেন। শুক্রবার বিকাল পাঁচটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা মির্জাপুর আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওলিউল্লাহ (৩৫) যশোর শহরের পালবাড়ী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ও স্থানীয় দেশ কম্পিউটারের মালিক। এ ঘটনায় আহত হয়েছেন চাচা আবুল কালাম আজাদ (৫০)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে চাচা-ভাতিজা মোটরসাইকেলে করে মাগুরার মহাম্মাদপুর আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর আদর্শ মহিলা কলেজের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৪-২০১০ / কোচ- ১৯৫) তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা ওলিউল্লাহকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, হাসপাতালে আনার আগে ওলিউল্লাহ মারা যান। তবে অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা এপোলো হসপিটালে স্থানান্তর করা হয়েছে বর্তমানে উনার অবস্থা আশঙ্কাজনক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চাচা আবুল কালাম আজাদ (৫০) এর অস্ত্রোপচার চলছে।