মালয়েশিয়ায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

0
29

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১টায় মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ১৯৬ ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রোববার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ১০ জন নিহত হন। নিহতরা হলেন–চাঁদপুরের আল আমিন (২৪), সোহেল (২৪), নোয়াখালীর গোলাম মোস্তফা (২২), কুমিল্লার মহিন (৩৭) ও কুমিল্লার রাজু মুন্সী (২৬)।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তাদের নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিলেন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here