মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসবে মেতে উঠেছে পার্বত্যবাসী

লেগে লেগে আকংসু সাংগ্রাইং পোয়েমা (আলো দাও, আলোকিত হবো মুছে যাক গ্লানি,) নানা স্লোগান, বাহারী পোষাক আর ঐতিহ্যবাহি সাজ ও বর্নিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি’র গুইমারাতে হাজারো মানুষের উৎসবমুখর অংশগ্রহণের মধ্যদিয়ে শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি করেছে গুইমারাবাসী।

বিকেলে মারমা সম্প্রদায়ের বর্ষ বরণ উৎসব সাংগ্রাইং উপলক্ষে গুইমারা সাংগ্রাইং উদ্যাপন কমিটির উদ্যোগে আনন্দ র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার রামসু বাজার এলাকা থেকে শুরু হয়ে র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালী ও শোভাযাত্রায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় তিনি সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বৈসাবি ও বৈসাখীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা চেয়ারম্যান উষেপ্রু মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। ছাড়াও বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী ও নানা বয়সী নারী পুরুষরা এতে অংশগ্রহণ করেন।

মারমা সম্প্রদায়ের প্রচলিত রীতি অনুায়ী ১৪এপ্রিল পানি বর্ষণ করে পুরাতন বছরের দুঃখ-গ¬ানি মুছে ফেলে নতুন বছরকে আবাহন জানানো হয়। মঞ্চে স্থাপিত একটি নৌকার যুবক যুবতীরা একে অপরকে পানি ছিটিয়ে পরষ্পরকে পবিত্র করে নেবে। এভাবেই তারা পুরাতন বছরকে বিদায় জানায়।

উল্লেখ্য, ১৯৮৫সাল থেকে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের অনুষ্ঠান খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ত্রিপুরা সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগে ‘বৈসাবি’ উৎসব নামে পালন করে আসছে। ‘বৈসাবি’ শব্দটি জনপ্রিয় পাহাড়ে ব্যাপক জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

এদিকে, নদীতে শুদ্ধ বস্ত্র ও রকমারি ফুল বিসর্জনের মাধ্যমে খাগড়াছড়িতে ত্রিপুরাদের তিন দিনব্যাপি বেসু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবীজ্ঞানে জলদাত্রী খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় শনিবার দুপুরে সম্মিলিতভাবে ঐতিহ্যবাহী পূজা-অর্”নার ‘হারি বৈসু’ শুরু হয়।

রোববার ত্রিপুরা জাতিসত্ত্বার সর্বসাধারণ সনাতনী নিয়মে গৃহসজ্জা ও সামর্থ্য অনুযায়ী অতিথি আপ্যায়নের মাধ্যমে মূল বৈসু বা বৈসুমা পালন করবে।

সোমবার ত্রিপুরাব্দ অনুযায়ী বিসিকাতাল (নববর্ষ) উদযাপন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক শ্রী অনন্ত ত্রিপুরা।

শনিবার সকালে নদীতে ফুল ও বস্ত্র বিসর্জনের সময় সংসদ সদস্যের সহ-ধর্মিনী মল্লিকা ত্রিপুরা, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা এবং বিকশিত নারী নেটওয়ার্ক-খাগড়াছড়ি জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিভা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

ত্রিপুরা লোকরীতির বিশ^াস অনুযায়ী পুরাতন বছরের দু:খ গ্লানি ও পাপাচার থেকে মুক্তির জন্য দেবতার উদ্দেশে ফুল বিসর্জনের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো এবং নতুন বছর সুখ শান্তি ও সমৃদ্ধির বার্তা আসে।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল ) খাগড়াছড়ির বটতলী এলাকায় চেঙ্গীতে ফুল দিতে ছুটে আসেন শহরের আশপাশের এলাকার চাকমা সম্প্রদায়ের মানুষেরা।

শনিবার (১৩ এপ্রিল) চাকমা সম্প্রদায়ের মূল বিজু বা নববর্ষ। এই দিনে ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। রোববার হলো চাকমাদের বিজুর শেষদিন বা চাকমা ভাষায় ‘গজ্জাপয্যা’। এদিন স্থানীয়ভাবে তৈরি দোচোয়ানি দোলাচল আর নাচে-গানে মুখর থাকবে চাকমা অধ্যুষিত এলাকাগুলো।

ত্রিপুরা ভাষায় বৈসু, মারমা ভাষায় সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিঝুর প্রথম অক্ষর মিলেই বৈসাবি নামে এ উৎসব পালন হয়ে থাকে। তিন সম্প্রদায়ের নিজস্ব ভাষার নামের প্রথম অক্ষর নিয়ে বৈসাবি নামকরণ করা হয়। বৈসাবি উৎসবকে ঘিরে পাহাড় এখন আনন্দের জোয়ারে ভাসছে।

এদিকে রামগড় শহরে মারমা জাতিসত্ত্বার সাংবাৎসরিক ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন, মারমা উন্নয়ন সংসদ (মাউস)-খাগড়াছড়ির কেন্দ্রীয় সা: সম্পাদক ও জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুইপ্র“ চৌধুরী। মাউসর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্র“ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় এসময় সদ্য নির্বাচিত রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ^ প্রদীপ ত্রিপুরা, রামগড় পৌরসভার কাউন্সিলর বাদশা মিয়া, প্রধান শিক্ষক রাম্প্র“চাই চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মো: শাহ আলম উপস্থিত ছিলেন।

মূলত: ভারতীয়, বাংলাদেশ ও মায়ানমার পঞ্জিকা অনুসরণ করার ফলে এই তিন সম্প্রদায়ের বৈসাবি উৎসব অনেকটা দেশীয় সময়ের মধ্যে সীমিত থাকে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here