পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে শক্তিশালী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত ও আহত হয়েছেন আরো ৩০ জন।শুক্রবার কোয়েটা শহরের একটি ফলের বাজারে এ বোমা হামলার ঘটনা ঘটে।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্থানীয় পুলিশপ্রধান আবদুর রাজ্জাক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।যে এলাকায় বোমা হামলা হয়েছে, ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের মুসলিমদের বসবাস বলেও জানিয়েছেন আবদুর রাজ্জাক।
কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর আগে শিয়া সম্প্রদায়ের ওপর হামলার দায় স্বীকার করেছিল সুন্নি চরমপন্থীরা। বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জম কামাল খান এই বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, মানবতার শত্রুরাই এই সন্ত্রাসবাদের পেছনে রয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।