পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি শিক্ষাক্ষেত্রে সকল দুর্নীতি শুন্যের কোটায় আনার আহ্বান জানিয়ে বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। আমরা ক্ষমতায় এসে প্রতিটা উপজেলায় একটি করে কলেজ সরকারি করাসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করেছি। কারণ আমার সম্পদ আমার শিক্ষা।
শুক্রবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অধ্যাক্ষ নছিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ও কলেজের সভাপতি শাহরিয়ার আলম আরো বলেন, আমরা দুর্নীতিমুক্ত এবং যুগোপযোগী দক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। কারণ এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে উন্নত শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা গত ১০ বছরে দেশের অনেক উন্নয়ন করেছি। আগামীতে আরো এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন বলেও তিনি আহ্বান জানান।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা কেন্দ্রীয় গোরস্থানের বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠানে ধর্মীয় অনুভতি থেকে সকল মানুষকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ পল্লী বিদ্যুতের সাবেক এডমিন আজিজুল আলম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর জিএম মমিনুল ইসলাম, চারঘাট-বাঘার পুলিশ সার্কেল নুরে আলম, বাঘা থানা অফিসার ইনচার্জ মহাসীন আলী, উপজেলা আ’লীগের সহসভাপতি আজিজুল আলম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, পৌর আলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আ’লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।