মংলায় লঞ্চ ও বার্জডুবি : দুজনের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দরে ঝড়ের কবলে ডুবে যাওয়া লঞ্চ ও বার্জের নিখোঁজ চারজনের মধ্যে মো. শাহালম (৪৫) ও জুয়েলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো লতিফ ও হেমায়েত নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের বেসক্রিক ও পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।ফায়ার সার্ভিসের ডুবুরি মো. হুমায়ুন কবির জানান, আজ সকালে বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ক্রেন অপারেটর শাহালমের মৃতদেহ উদ্ধার করে।অন্যদিকে ফায়ার সার্ভিসের আরেকটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় বার্জের নিরাপত্তা প্রহরী জুয়েলের মরদেহ উদ্ধার করে।

শাহালম মোংলার জয়বাংলা এলাকার মোসলেম হোসেন ও জুয়েল খুলনার লবণচোরা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে লঞ্চ এমএল আকতার ও হারড্ডা নামের একটি বার্জ (নৌযান) ডুবির ঘটনা ঘটে। সে সময় লঞ্চ থেকে ক্রেন অপারেটর শাহালম এবং বার্জ থেকে প্রহরী জুয়েল, লতিফ ও হেমায়েত নিখোঁজ হন। শুরুতে জুয়েলের নিখোঁজ হওয়ার ব্যাপারটি জানা না গেলেও দুর্ঘটনার পরের দিন তাঁর পরিবার নিখোঁজের ব্যাপারটি নিশ্চিত করে।

নিখোঁজ বাকি দুজনের সন্ধানে ফায়ার সার্ভিসের মোংলা, খুলনা ও বাগেরহাটের তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ ও স্টিভিডরস মেসার্স খুলনা ট্রেডার্স যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।এদিকে লঞ্চ ও বার্জডুবিতে নিখোঁজদের উদ্ধারে গিয়ে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।সকালে হাড়বাড়িয়ার ৮ নম্বর বয়া এলাকার পশুর নদের চর থেকে বিকৃত অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here