নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

0
50

ফেনীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠন থেকে।

সংগঠনগুলো হলো, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশে জাসদ), ঢাকা মহানগর (উত্তর- দক্ষিণ), নিরাপদ নোয়াখালী চাই (বৃহত্তর নোয়াখালী প্রতিধ্বনি) আলোকিত গোপালগঞ্জ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মুসলিম সাপোর্ট বাংলাদেশ।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনগুলো ।সংগঠনের বক্তারা বলেন, ফেনী সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলায় আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যালের মাধ্যমে বিচার ও ফাঁসি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে এমন ধরনের ন্যাক্কারজনক অপরাধ করতে কেউ সাহস না পায়।

সরকারকে উদ্যোগ নিতে হবে যাতে কোন শিক্ষক দ্বারা যৌন নির্যাতন না হয়। মৃত্যুর পরে প্রতিবাদ নয়, নির্যাতনের সাথে সাথে সবাই প্রতিবাদ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীদের এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি লিস্ট তৈরী করতে হবে। সেই সাথে ওই সকল প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মত গ্রহণ করতে হবে যাতে আর কোনো শিক্ষার্থীকে মৃত্যু বরণ করতে না হয়। বলেন বক্তারা।বক্তারা আরও বলেন, ধর্ষক যত বড় ক্ষমতাধর হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আর যেন কোন নুসরাতকে যৌন নির্যাতনের মাধ্যমে জীবন দিতে না হয়। সেই বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই।

এদিকে, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে পদযাত্রা করেছে বেশ কয়েকটি সংগঠন।শুক্রবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর শাহবাগে গৌরব একাত্তরের আহ্বানে যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা’ শীর্ষক এ পদযাত্রার আয়োজন করা হয়।

চেতনা বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এতে অংশ নেন। পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এর আগে গৌরব একাত্তরের সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম বলেন, নুসরাতের মতো নির্যাতনের ঘটনায় আমরা আর রাস্তায় দাঁড়াতে চাই না। প্রতিবাদ হয়, সেটাও শেষ হয়। কিন্তু ধর্ষকদের বিচার হয় না। আর তাই ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ২০০৬ সাল থেকে অধ্যক্ষ সিরাজ উদদৌলা একের পর এক এমন অপকর্ম করে আসছেন। এ ঘটনার পর স্থানীয় কিছু ব্যক্তিদের ভূমিকা বিশেষ করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা প্রমাণ করে যে, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে প্রশ্রয় দিয়েছিল। আমরা বিচার চাই এ সংঘবদ্ধ চক্রের। আর যারা তাদের প্রশ্রয় দিচ্ছে তারা শুধু ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছে না বরং তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।ঢাবির উপ-উপাচার্য ড. আবদুস সামাদ বলেন, একাত্তরের জামায়াত নেতাদের সহযোগী অধ্যাপক সিরাজ উদদৌলার মতো ব্যক্তিরা আজও আমাদের সমাজে উপস্থিত। এমন ঘটনা দেখে আমরা শিউরে উঠি। এমনটা মোটেও কাম্য নয়। এমন ঘটনার সঙ্গে জড়িত সবার বিচারের পাশাপশি যারা এদের আশ্রয় দেয়, মদদ দেয়, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কারণ তারা সমান অপরাধে অপরাধী।

এছাড়া নুসরাত হত্যার বিচার চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন পূর্ণিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান পূর্ণিমা রানী শীল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, গণজাগরণ মঞ্চের নেতা বাপ্পাদিত্য বসু, রকেয়া হল সংসদের এজিএস ফালগুনী দাস তন্বী প্রমুখ।

উল্লেখ্য, নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কারাগার থেকেই তিনি মামলা তুলে নেওয়ার জন্য নুসরাতের পরিবারকে চাপ দিতে থাকে। এর মধ্যে গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।

এদিকে, আগুনে নুসরাতের শরীরের ৮০ থেকে ৮৫ শতাংশ দগ্ধ হয়। এ অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সিংগাপুরেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু তার শরীর দীর্ঘ বিমানযাত্রার উপযোগী না থাকায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিংগাপুরের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চালিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসা। এত চেষ্টার পরও বুধবার রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here