বুধবার মাঠে ফিরছেন তাসকিন

0
41

তাসকিন আহমেদ চোট কাটিয়ে বল হাতে নিয়েছেন খুব বেশিদিন হয়নি। মাঠে ফেরার লড়াই তিনি করেছেন নেট অনুশীলনে। মিরপুর অ্যাকাডেমি মাঠে গত সপ্তাহে স্বাচ্ছন্দ্যে বল করেছেন তিনি। এবার মাঠে ফিরছেন এই বাংলাদেশি পেসার। বিশ্বকাপ দলে থাকার জন্য সামর্থ্যের প্রমাণ দিতে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে নামবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে রূপগঞ্জ। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পেতে ম্যাচে খেলার বিকল্প নেই, তাসকিন এই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে, গত কয়েক দিন ধরে প্রিমিয়ার লিগ নিয়েই ভেবেছি, অপেক্ষা করেছি কবে মাঠে নামবো। এর জন্যই এত কষ্ট করছি। আমি খেলার অনুমতি পেয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কাল (বুধবার) থেকে খেলতে নামবো। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ থাকি ও ভালো খেলতে পারি।

ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। কোনও সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামবো, একটুতো জড়তা থাকবেই। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ভালো করতে পারবো।

আগামী ১৮ এপ্রিল বিসিবি ঘোষণা করবে বিশ্বকাপ দল। এই অল্প সময়ের মধ্যেই তাসকিন নির্বাচকদের নজর কাড়তে চান। একটু চাপ থাকছেই স্বীকার করলেন তিনি, ‘চাপ তো সবসময় অনুভব করি। আমি ভালো করেই জানি এখানে ভালো না করলে কিংবা ফিট না থাকলে সুযোগ পাবো না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। সবমিলিয়ে চাপ নিয়েই মাঠে নামতে হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লং অফে চিটাগং ভাইকিংসের মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না, একই সঙ্গে বিশ্বকাপে খেলাটাও পড়ে গেছে সংশয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here