পুরোপুরি নির্বাচনি আমেজ বিরাজ করছে ভারতে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ শেষ হবে ১৯ মে। এরই মধ্যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কৃষকেরা। নির্বাচনে জয়ী হওয়ার জন্য কৃষকদের ভোট যেকোনো দলের জন্যই একটি প্রধান ভোট-ব্যাংক। কেননা দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যাই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। খবর বিবিসির।
গত মেয়াদে বিজেপি কেবলমাত্র ছোট পর্যায়ের কৃষকদের টার্গেট করে একটি পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুসারে, দুই একর জমি আছে যেসব কৃষকদের তারা প্রত্যেকে বছরে ৬ হাজার রুপি করে সরকার থেকে ভাতা পায়। কিন্তু নতুন ইশতেহার অনুযায়ী, নির্বাচনে জয়ী হলে এই ভাতা সকল কৃষক ও কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছোট মাত্রার ব্যবসায়ীরা পাবে। পাশাপাশি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্র“তিও দিয়েছে বিজেপি।
উল্লেখ্য, গত বছর কৃষি পণ্যের নিম্ন মূল্য ও সেচ ব্যবস্থার অভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বহু কৃষক। প্রায় প্রতিনিয়তই তাদের বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। আত্মহত্যাও করেছেন অনেকে।কৃষকদের সুবিধা ছাড়া জাতীয় নিরাপত্তাও বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির ইশতেহারে। ইশতেহার প্রকাশের পর একাধিকবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রসঙ্গ উল্লেখ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ইশতেহারে উল্লেখযোগ্য আরও কিছু বিষয়ের মধ্যে রয়েছে- দরিদ্রদের জন্য স্থায়ী আবাসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা; বিরোধীদল কংগ্রেসের মতো নারীদের জন্য পার্লামেন্টে ৩৩ শতাংশ আসন বরাদ্দ রাখার প্রতিশ্র“তি; সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্ট্যাটাস দেওয়া; উত্তর প্রদেশে ১৯৯২৩ সালে হিন্দু কর সেবকদের ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির তৈরি করা।