নির্বাচনে বাঘাইছড়িতে ব্রাশফায়ারে আহত আরও একজনের মৃত্যু

0
40

গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কাজ শেষে সাজেক থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার ২০ দিন পর সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ভোট কর্মকর্তা নিরু বিকাশ চাকমার (৫২) মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো আটজনে। বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ডনরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম পরে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১১ মারা যান নিরু বিকাশ চাকমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here