ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় বিচার দাবিতে দেওয়া আল্টিমেটামের সময় পেরিয়েছে সোমবার (৮ এপ্রিল)। তবে বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও ডাকসু ভিপি নতুন কোনও কর্মসূচির কথা জানাননি। উপাচার্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে অবশ্য তিনি বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না পেলেন কঠোর কর্মসূচিতে যাবেন।
এ বিষয়ে জানতে মঙ্গলবার (৯ এপ্রিল) ডাকসু ভিপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল সময় শেষ হয়েছে। এ বিষয়ে আপডেট জানার জন্য আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলবো। এরপর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবো।
এদিকে, ঘটনার তদন্তে গত ২ এপ্রিল গঠিত চার সদস্যের কমিটি কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
তিনি বলেন, গতকাল থেকে তদন্তের কাজ পুরোদমে শুরু করেছি। অনেক দূর এগিয়েছি, দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো। ঘটনাটি একটু জটিল। অনেক গভীরভাবে আমাদের কাজ করতে হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতে না পারলেও এক সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করবো।
প্রসঙ্গত, এসএম হলের আবাসিক শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ২ এপ্রিল প্রভোস্টের কাছে অভিযোগপত্র জমা দিতে যান ডাকসু ভিপি ও অন্য নেতারা। এ সময় হল সংসদের প্রতিনিধি ও ছাত্রলীগের নেতাকর্মীরা নুরকে অবরুদ্ধ করেন। পরে বের হওয়ার সময় নুরসহ অন্যদের ওপর ডিম নিক্ষেপ এবং হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনার বিচার দাবিতে ওই রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে সকালে ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ান নুর ও অন্য নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে সরে গেলেও বিচারের জন্য কর্তৃপক্ষকে নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন নুর। সোমবার সে সময় শেষ হয়।