এবার পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসন। গতকাল রোববার আচমকাই পদত্যাগের ঘোষণা করেন ট্রাম্পের এই কর্মকর্তা। তবে পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করেননি ক্রিস্টজেন নিয়েলসন। যদিও পদত্যাগপত্রে তিনি লিখেছেন,‘সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন নিরাপদ। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে কাজ করার সুযোগ আমার জন্য একটি ‘আজীবন সম্মাননা’ হয়ে থাকবে।’
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও অনুপ্রবেশকারীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাব দিয়েছিলেন ক্রিস্টজেন নিয়েলসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে পদত্যাগ করেন নিয়েলসন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিতর্কিত অভিবাসননীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন। এদিকে গতকাল ট্রাম্প এক টুইট বার্তায় জানান, সাময়িকভাবে ক্রিস্টজেনের জায়গায় শুল্ক ও সীমান্ত রক্ষা বিষয়ক কমিশনার কেভিন ম্যাকালিনানকে নিয়োগ দেওয়া হচ্ছে।