ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ’র বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদকারী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত বোরখা পরা ৪জনসহ সহযোগীদের আসামী করে মামলা দায়ের করেন ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত বোরখা পরা মুখোশধারী ৪জনসহ সহযোগীদের আসামী করে মামলা দায়ের করেন ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান। এপর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত সন্দেহ ৭জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- মাদ্রাসার প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলাম, মো. মোস্তফা, নুরুল আমিন, আলা উদ্দিন, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, আফসার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রাফির সহপাঠিদের কাছ থেকে জবানবন্দি নিয়েছে পুলিশ।
ইতোমধ্যে অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজ উদ্দৌলাকে মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া নুসরাতের চিকিৎসা সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ হতে দুই লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার এবং আদালতে সোপর্দ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।