যশেরের শতবর্ষী অধিকাংশ গাছের শেকড় কাটা পড়ায় বর্ষামৌসমে ঝুঁকিপূর্ণ হবে বেনাপোল মহাসড়ক, ২০১৭ সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালেরসাক্ষী এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনঃনির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়। কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় ৪ ফুট গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়ছে।
৫০ শতাংশ খোঁড়াখুঁড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। তারা বলেন, অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলো কেটে ফেলছে। ফলে গাছগুলো ঝুঁকির মধ্যে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, খনন করার সময় শিকড়গুলো কেটে নেয় হচ্ছে। ফলে গাছগুলো এখন ঝুঁকিপূর্ণ। আমাদের আতঙ্কে থাকতে হয় সব সময় কখন গাছগুলো উপড়ে যায়। গাড়িচালক ও ব্যবসায়ী নেতারা বলেন, তিনটি গাছ ইতিমধ্যে উপড়ে গেছে। সামনে বর্ষার সময় অন্তত ৫০টির বেশি গাছ পড়ে যাবে। এতে ভারতের সাথে আমাদের সড়ক ব্যাহত হবে।