ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0
0

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযান চালানোর সময়ে আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন: ‘অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।’ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। ওই সময় অতি দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়ই সোমবার সকালে মারা যান সোহেল রানা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here