বরগুনার তালতলীতে স্কুল ভবনের ছাদের বিম ধসে পড়ে ছাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরেজমিনে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনসহ ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার ৭ (এপ্রিল) দুপুরে এই কমিটি গঠন করা হয়।
এদিকে, বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ে এক শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ওই স্কুলটি পুনঃনির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের লোকাল অফিসকে বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিজ দফতরে সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ এবং কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় একই শ্রেণির আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
তাজুল ইসলাম বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি থাকবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো যদি মনে করে তাহলে এই নির্বাচন দলীয় প্রতীকে হবে। আর তারা যদি মনে না করে তাহলে দলীয় প্রতীকে নির্বাচন হবে না। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিজস্ব কোনও ভাবনা নেই।
বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতা উন্নত রাষ্ট্রেও হয়। বৃষ্টিপাতের পরিমাণের তুলনায় নিষ্কাশনের পরিমাণ কম হলেই জলাবদ্ধতা হয়। ভারী বর্ষণ না হলে আগামী বৃষ্টি মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতার সম্ভাবনা নেই। এ সময়ে ড্রেনেজ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।