ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় সেখানে আজ কোনো ক্লাস হয়নি। ওই কেন্দ্রে গতকাল শনিবার এক আলিম পরীক্ষার্থী ছাত্রী নুসরাত জাহান ওরফে রাফি (১৮) গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনার পর এমনটা ঘটেছে। বর্বোরোচিত এই ঘটনা দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে, রোববার সকালে মাদ্রাসা গভর্নিং বডির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফেনীর অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) পিকেএম এনামুল করিম। সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত ও দগ্ধ ছাত্রীর চিকিৎসায় মাদ্রাসার তহবিল থেকে দুই লাখ টাকা প্রদানসহ ৭টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। আজ রোববার সকাল দশটায় এই বোর্ড গঠন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে তারা ক্লাস শেষ করে বাড়িতে চলে যায়। এরপর কখন মাদ্রাসা বন্ধ করা হয়েছে তা তারা শোনেনি। এ জন্য তারা আজ সকালে ক্লাস করতে আসে। গেট বন্ধ দেখে তারা মাদ্রাসার সামনের সড়কে অবস্থান করে। কিছুক্ষণ পর মাদ্রাসার এক অফিস সহকারী এসে মাদ্রাসা বন্ধের বিষয়টি তাদের জানায়।
মাদ্রাসার দশম শ্রেণির শাহ নেওয়াজ নামের এক শিক্ষার্থী জানায়, মাদ্রাসা বন্ধের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। তাই তারা ক্লাস করতে মাদ্রাসায় এসে বন্ধের কথা শুনে বাড়ি চলে যাচ্ছে। অষ্টম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার জানায়, আলিম পরীক্ষা চলাকালে সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মাদ্রাসায় তাদের নিয়মিত ক্লাস হয়। গতকাল ক্লাস শেষে তারা বাড়ি চলে যায়। আজ এসে এই অবস্থা দেখে।
মাদ্রাসার শিক্ষক আবুল খায়ের ও রেজাউল হক বলেন, তাঁরাও মাদ্রাসা বন্ধের বিষয়টি শুনেননি। তাঁরা ক্লাস নিতে মাদ্রাসায় যান। ভেতরে ঢোকার পর অফিস সহকারীর মাধ্যমে তাঁরা জানতে পারেন, মাদ্রাসা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আর মাদ্রাসার অফিস সহকারী মো. নুরুল আমিন বলেন, গতকাল দুপুরে সিদ্ধান্ত নিয়ে অনিবার্য কারণে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু আলিম পরীক্ষা চলবে।
তবে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ বলেন, গতকাল মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনার কারণে শুধুমাত্র আজকের জন্য মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, আজ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমের দপ্তরে জরুরি সভা ডাকা হয়েছে।
এদিকে সোনাগাজী উপজেলায় দগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। আজ রোববার সকাল দশটায় এই বোর্ড গঠন করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শারীরিক অবস্থা যেকোনো দিকে মোড় নিতে পারে। বোনের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ভাই।
শনিবার চিকিৎসকেরা বলেছিলেন, আগুনে মেয়েটির শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে ৪০-৪৫ শতাংশই গভীর। সোনাগাজী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর পরই তার একটি অস্ত্রোপচার হয়েছে। এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
ছাত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন, অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রাইহানা আউয়াল, অধ্যাপক নওয়াজেশ খান, অধ্যাপক লুৎফর কাদের, অধ্যাপক বিধান সরকার, অধ্যাপক মহিউদ্দিন, ডাক্তার জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম।
ছাত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন বলেন, মেডিকেল বোর্ডের মতামতের ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী আজ থেকে নল দিয়ে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে।
অপরদিকে সোনাগাজী মাদ্রাসার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে মাদ্রাসা গভর্নিং বডির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফেনীর অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) পিকেএম এনামুল করিম। সভায় সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষকে গ্রেপ্তারের দিন থেকে সাময়িক বরখাস্ত। ভিকটিম নুসরাতের চিকিৎসা সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ হতে ২ লাখ টাকা অনুদান প্রদান, অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা, মাদ্রাসার নিরাপত্তার জন্য দ্রুত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান, আলিম পরীক্ষা চলার সময় শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা। এছাড়া কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, কারাবন্দী অধ্যক্ষ সিরাজ উদদৌলা এক সময় জামায়াতের রোকন ছিলেন বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম শামসুদ্দিন। বিভিন্ন অভিযোগে ২০১৬ সালে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগের ঘটনায় ফেনী সদর ও সোনাগাজী মডেল থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তখন তিনি গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে ছাড়া পান।
অন্যদিকে, রোববার দুপুরে সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. আবুল ফয়েজ। এদিকে ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বিবৃতি প্রদান করেন।
প্রসঙ্গত ; গত ২৭ মার্চ ওই ছাত্রীকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নিজ কক্ষে ডেকে নিয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্লীলতাহানি করেন অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর মায়ের করা মামলায় অধ্যক্ষ এখন কারাগারে। ওই ছাত্রীর ভাইয়ের অভিযোগ, গতকাল শনিবার মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে বান্ধবীকে মারধর করা হচ্ছে-এমন খবর পেয়ে সেখানে গিয়েছিলেন ছাত্রীটি। যাওয়ার পরই তাঁকে ঘিরে ধরেন বোরকা পরা চার-পাঁচজন ছাত্রী। তাঁরা শাসাতে থাকেন, অধ্যক্ষের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ এনেছেন। জবাবে মেয়েটি বলেছিলেন, তিনি যে অভিযোগ করেছেন, তা সত্য এবং শেষ নিশ্বাস পর্যন্ত তিনি এর প্রতিবাদ করবেন। এরপর ওই ছাত্রীদের কেউ তাঁর হাত, কেউ পা ধরেন এবং গায়ে আগুন ধরিয়ে দেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসাটি পুলিশ পাহারায় রাখা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার একজন শিক্ষক ও এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।