হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করলেন আবুল কালাম আজাদ

0
0

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন বলে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করেন। এরপর মাদ্রাসার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি হেফাজত আমিরের কার্যালয়ে প্রবেশ করেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন। তিনি আরও জানান, দীর্ঘ প্রায় ৩০ মিনিট তিনি হেফাজত আমিরের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তারা উভয়ে কুশলাদি বিনিময় করেন।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক কেন হঠাৎ হেফাজত আমিরের কার্যালয়ে এমনটা জানতে চাইলে ইউএনও এ প্রতিবেদককে বলেন, তিনি মূলত চট্টগ্রামে তার নির্ধারিত কর্মসূচিতে আসছিলেন। এসব কর্মসূচির মধ্যে হেফাজত আমিরের সাথে সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য হল আল্লামা শফি হুজুরের দোয়া নেওয়া। সাক্ষাৎ শেষে তিনি হেফাজত আমিরের আহবানে মাদ্রাসায় আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর বিকাল ৩টার দিকে তিনি হেফাজত আমিরের কার্যালয় থেকে বের হয়ে মাদ্রাসা ক্যাম্পাস পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাশুদুল কবির, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন হাটহাজারী সার্কেল এর অতিরিক্তি পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, সহকারী কমিশনার (ভূমি) স¤্রাট খিসা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here