বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যুঝুঁকি তৈরি হয় সেগুলোর মধ্যে বায়ুদূষণ অন্যতম। বিশ্বে ২০১৭ সালে ৪৯ লাখ মানুষ দূষিত বায়ুর কারণে মারা গেছে। আর ২০১৭ সালে বাংলাদেশে বায়ুদূষণে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, বিশ্বে বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান শীর্ষে। তবে রাজধানী হিসেবে ঢাকার অবস্থান দ্বিতীয়। আর শহরের হিসাবে ঢাকার অবস্থান ১৭ নম্বরে। দ্য স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট-২০১৮-এ এমন তথ্য উঠে এসেছে। খবর ডয়চে ভেলের।
মঙ্গলবার পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এয়ারভিজুয়াল বিশ্ব বাতাসের মান প্রতিবেদন ২০১৮’ শীর্ষক গবেষণাটি প্রকাশ করেছে। বাতাসে ক্ষুদ্র কণিকার উপস্থিতির পরিমাণ হিসাব করে বায়ুদূষণের মাত্রা হিসাব করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে বাতাসে ক্ষুদ্র কণিকার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫) গড় মাত্রা প্রতি ঘনমিটারে সর্বোচ্চ ১০ মাইক্রোগ্রাম নির্দিষ্ট করে দিয়েছে।
কিন্তু ঢাকার বাতাসে এ কণিকার মাত্রা ২০১৮ সালে প্রতি ঘনমিটারে পাওয়া যায় ৯৭ দশমিক ১ মাইক্রোগ্রাম, যা নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি। তবে এক বছর আগে ২০১৭ সালে এ মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৭৯ দশমিক ৭ মাইক্রোগ্রাম। ২০১৭ সালে বায়ুদূষণে শীর্ষে ছিল মঙ্গোলিয়া।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স ইপিআই-এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ইপিআই স্কোর কম হওয়ার অর্থ হল- বাতাস ভীষণভাবে দূষিত, জীববৈচিত্র্য হুমকির মুখে, কার্বন নিঃসরণ অত্যন্ত বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান ও ভারতের বাতাসে ক্ষুদ্র কণিকার মাত্রা প্রতি ঘনমিটারে যথাক্রমে ৭৪ দশমিক ৩ ও ৭২ দশমিক ৫ মাইক্রোগ্রাম ছিল। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তান ও বাহরাইন।
এরপর রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। সবচেয়ে কম দূষিত দেশ হিসেবে তালিকার নিচের দিকে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া ও সুইডেনের নাম। বিশ্বের ৭৩টি দেশকে নিয়ে এ গবেষণা করা হয়।