মৃত্যুর সময়ও দায়িত্ব পালন করে গেছেন টিএসআই সেলিম মিয়া

0
59

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে ট্রলারডুবিতে নিখোঁজ শহর উপপরিদর্শক (টিএসআই) সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর মোহনা চর ধলেশ্বরী এলাকায় লাশটি ভেসে উঠলে কলাগাছিয়া নৌফাঁড়ির পুলিশ সদস্যরা তা উদ্ধার করেন। এ সময় তাঁর সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন সঙ্গেই ছিলো। এনটিভি

নিহত সেলিম মিয়া গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকার ইয়ার আলী শেখের ছেলে। কলাগাছিয়া নৌফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এই ভাই (টিএসআই সেলিম মিয়া) তাঁর অস্ত্রটি ধরে রাখা অবস্থায় মৃতদেহ উদ্ধার করি।

মৃত্যুর সময়ও অস্ত্র ধরে রাখার কারণ জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর সময়ও দায়িত্ব পালন করে গেছেন টিএসআই সেলিম। পুলিশের অস্ত্র খোয়া গেলে সমস্যা হয়। ট্রলারডুবির সময় সেলিম চাইলে অস্ত্র ফেলে দিতে পারতেন। কিন্তু তিনি ছাড়েননি। সরকারি কোনো আমানত তিনি হারাননি। লাশ উদ্ধারের সময় সরকারের দেয়া পিস্তল ছিলো, গুলি ছিলো, ম্যাগাজিনও ছিলো। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ তিন ব্যক্তির সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here