নেতৃত্ব শূন্য যশোর জেলা ছাত্রলীগ

0
54

প্রায় দুই বছর আগে যশোর জেলা ছাত্রলীগ দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দুই নেতা নির্ভরতায় চলেছে সংগঠনের কার্যক্রম। কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হন। সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িয়ে পড়ায় সাধারণ সম্পাদককে স্থায়ী বহিস্কার ও কমিটি বিলুপ্ত করা হয়েছে। ফলে নেতৃত্ব শূন্যতায় ভুগছে যশোর জেলা ছাত্রলীগ। নতুন কমিটি কবে নাগাদ হবে, সেটিও নিশ্চিত নয় কেউ। সংগঠনকে গতিশীল করতে অবিলম্বে নতুন নেতৃত্ব নির্বাচিত করার আহবান জানিয়েছেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় অভিযোগ তোলা হয় সভাপতি প্রার্থী রওশন ইকবালী শাহী বিবাহিত। এই বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত হয়। কিন্তু সেই যাত্রায় তিনি পার পেয়ে যান। সম্মেলনের এক সপ্তাহ পর রওশন ইকবাল শাহীকে সভাপতি ও ছালছাবিল আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের নেতারা জানান, দুই বছর দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হন সভাপতি ও সাধারণ সম্পাদক। ফলে ওই দুই নেতার নেতৃত্বে চলতে থাকে সংগঠনের কার্যক্রম। দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। তবে সেটি খুব বেশি গুরুত্ব দেয়নি কেন্দ্র । সর্বশেষ ১৪ মার্চ শহরের পুরাতন কসবা এলাকায় চাঁদার দাবিতে নয়ন চৌধুরী সাজু নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসান। হত্যাকান্ডে জেলা ছাত্রলীগের সংশ্লিষ্টতায় সংগঠনের ভাবমূর্তি চরম সংকটে পড়ে। এর আগেও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী রিয়াদ খুন হয়। ওই ঘটনায়ও আসামি হয় সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান। তখন বিষয়টি গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় কমিটি।

তবে এবার পুরাতন কসবা কাজিপাড়া এলাকায় নয়ন চৌধুরী সাজু হত্যাকান্ডের পর বিষয়টি আমলে নিয়ে গত ১৯ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসানকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়। একই সঙ্গে জেলা কমিটি বিলুপ্ত করা হয়। ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছালছাবিল আহমেদ জিসানের বিরুদ্ধে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ী বহিস্কার করা হলো। সেই সাথে যশোর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ প্রসঙ্গে যশোর সরকারি মাইকেল মধূসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুণ বলেন, জেলা ছাত্রলীগ এখন অভিভাবক শূণ্য। সংগঠনকে শক্তিশালী করতে অবিলম্বে নতুন কমিটি দেওয়া হোক। ক্লিন ইমেজের সাংগঠনিক নেতাকে জেলা কমিটির নেতৃত্বে দেখতে চাই। আর কোন চাঁদাবাজ, সন্ত্রাসীকে ছাত্রলীগের নেতৃত্বে দেখতে চাই না।

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু বলেন, জেলা কমিটি বিলুপ্ত করায় এখন নেতৃত্ব শূণ্য। সংগঠনকে শক্তিশালী করতে অবিলম্বে নিয়মিত ছাত্রদের নিয়ে নতুন কমিটি অনুমোদন দেওয়া হোক। কমিটি গঠনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতাদের স্থান দিতে হবে। নিবেদিত ও যোগ্য নেতৃবৃন্দকে মূল্যায়ন করলে সংগঠন এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here