‘আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা’, মোদিকে মমতা

0
51

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে জমে উঠেছে কথার যুদ্ধ। বুধবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্পিডব্রেকার দিদি’ বলেছিলেন ভারতীয় নরেন্দ্র মোদী। আর তার জবাবে একই সুরে দিনহাটায় মমতা বললেন, ‘ওনাকে আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপেয়ারি বাবু বলব।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মোদী নই, আমি মিথ্যা কথা বলিনা। কোটি কোটি টাকা লুঠ করে এখন ব্রিগেডে প্যান্ডেল করে সভা করছে। ব্রিগেডের ৮০ ভাগ বাদ দিয়ে ২০ ভাগ মিটিং। তাতে আবার প্যান্ডেল। মে মাসের পরে ওই প্যান্ডেলেই ঢুকে পড়তে হবে।’ বলেন, ‘আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা!’

মোদির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা বলেন, মোদি মিথ্যে কথা বলে মানুষকে ভাঁওতা দিচ্ছেন। ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ৫৬০টি মিথ্যে কথা বলছেন। গায়ের জোরে মোদি মিথ্যে কথা বলছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here