২ হাজার টাকার বিনিময়ে দুই শিশু বিক্রি করল মহিলা প্রতারক !

0
47

এক হতদরিদ্র পরিবারে জন্ম কণ্যা শিশু রুমি আক্তারের। বয়স মাত্র ১৩। পিতার দ্ররিদ্র পরিবারে তারা ৫ভাই ও ৩বোন। বোনদের মধ্যে সে সবার ছোট। পড়াশুনা করে ৬ষ্ঠ শ্রেণিতে স্থানীয় একটি মাদ্রাসার। তার অস্বচ্ছল পরিবারের অর্থ উপার্জনকারী পিতা মো. বদিউল আলম পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখের খীল ইউনিয়নে একটি পাহাড়ের পাদদেশে।

গত রবিবার (৩১ মার্চ) সকালে ৯টার দিকে রুমি আক্তার তার এক প্রতিবেশি মো. ইসহাকের মেয়ে ৩য় শ্রেণিতে পড়–য়া তাসলিমা আক্তার (১২) এর সাথে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় এক অজ্ঞাত মহিলা প্রতারক তাদেরকে ভালো খাওায়া-দাওয়া খাওয়াবে এমন এক জায়গায় চাকুরী দিবে। সেখানে ভালো অর্থও পাবে, এমনটা বলে অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ভরাপুকুর ৭নং ওয়ার্ডে নিয়ে আসে এবং দুই জনকে আলাদা দুইটি বাড়ীতে নিয়ে গিয়ে দুই হাজার টাকার বিনিময়ে গৃহপরিচালিকা হিসেবে বিক্রি করে দিয়ে সে পালিয়ে যায়।

ইতিমধ্যে সোমবার (১ এপ্রিল) সকালে রুমি আক্তার তার গ্রামের বাড়িতে তার বাবা বদিউল আলমকে ফোন করে। সে ফোনে বলে যে, তারা হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ভরাপুকুর ৭নং ওয়ার্ডে দুজন দুই বাড়িতে গৃহপরিচালিকার কাজ নিয়েছে এবং তাদের জন্য কোন প্রকাশ চিন্তা না করার পরামর্শও দেয়। পরে রুমির বাবা বিষয়টি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোমেনা আক্তারকে অবহিত করে। তাৎক্ষনিক বাঁশখালী’র ইউএনও এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীনের সহযোগিতা কামনা করেন।

ওই দিন (সোমবার) দুপুরে হাটহাজারী’র ইউএনও বিষয়টি আমলে নিয়ে উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনার সত্যতা নিশ্চিত করার নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান ইউএনও’র নির্দেশনা মতে দুটি বাড়ীতে গৃহপরিচালিকা হিসেবে কাজ নেওয়া দুই শিশুর সন্ধানও পায়। তিনি (চেয়ারম্যান) বিষয়টি হাটাহাজরী’র ইউএনও’কে নিশ্চিত করে। সন্ধ্যার দিকে ইউএনও’র নির্দেশনা মতে ওই শিশুকে তাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয় বলে জানান ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিকী।

তিনি আরও জানান, রুমি আক্তারের পিতা সংসারের হাল ধরতে পেশা হিসেবে বেচে নিয়েছে মাছ ধরার কাজ। এছাড়া তাসলিমা আক্তারের পরিবারের অবস্থা প্রাই একি। তাদের পরিবারের প্রধানরা সদস্যদের জন্য দু’মুঠো অন্নের যোগান তথা সংসার চলতেই যেখানে হিমশিম খেতে হয়। আর এ সুযোগটি কাজে লাগিয়েছিল অজ্ঞাত সেই মহিলা প্রতারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here