এ মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি দল। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান, কিরঘিজস্থান, মঙ্গোলিয়া ও লাওসের অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা অংশ নেবে। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয়টি দল মোট দুটি গ্র“পে বিভক্ত হয়ে খেলবে। এ গ্র“পে খেলবে তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও লাওস। বি গ্র“পে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে আরব আমিরাত ও কিরঘিজস্তান। আগামী ৩ মে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হবে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গত জানুয়ারি মাসে টুর্নামেন্টটির স্পন্সর করতে আগ্রহী প্রতিষ্ঠান কে স্পোর্টস-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে বাফুফে। চক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্পন্সরকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাফুফে সভাপতি জানান, এখন থেকে প্রতিবছর বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।
প্রাথমিকভাবে এ বছরের মার্চে টুর্নামেন্ট শুরুর কথা বলা হলেও পরে টুর্নামেন্টের সময়সূচি পুননির্ধারণ করা হয়। নতুন সূচি অনুযায়ী এপ্রিলের ২২ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে। কিছুদিন আগে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।
বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েদের রেকর্ড বরাবরই ভালো। এ মাসে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। তবে গত সেপ্টেম্বরে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা আমিরাত দলকে ৭-০ গোলে পরাজিত করেছিল। তাই আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের ভালো কিছু করার জোর সম্ভাবনা রয়েছে, এমনটাই ভাবছেন ফুটবল বিশেষজ্ঞরা। টুর্নামেন্ট সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে গতকাল একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে বাফুফে। এক মিনিট একুশ সেকেন্ড দৈর্ঘ্যরে ভিডিওটিতে একজন প্রমীলা ফুটবলারের চড়াই-উতরাই ও সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে।