মারধরের অভিযোগ মেয়র নাছিরের বিরুদ্ধে: গৃহায়নকর্মীদের কর্মবিরতি

0
48

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ তুলে প্রতিবাদ হিসেবে কর্মবিরতিতে গেছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর ভবনে মারধরের ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। যদিও মেয়র নাছির বলছেন, এ ধরনের কিছু ঘটেনি।

মঙ্গলবার সকালে নগরীর জিইসি মোড়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন।চট্টগ্রাম সার্কেলের অধীনে ১৬টি জেলা কার্যালয়েও কর্মবিরতি পালন করা হচ্ছে বলেও জানান তারা।ঘটনাটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশিদুল ইসলামকে চিঠি দিয়ে অবহিত করেছেন চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মন্ত্রী মহোদয়কে ঘটনা জানিয়েছেন। আশা করি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবেন।সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হওয়ায় আমরা নিরাপত্তাহীন বোধ করছি। আমরা সরকারি প্রটেকশন চাই। সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

তিনি বলেন, যেকোনো কাজে সমস্যা হলে সরকারিভাবে সমাধান করা যায়। আঘাত করা নীতিবিরুদ্ধ।

গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে মেয়র নাছির মারধর করেছেন বলে অভিযোগ।পলাশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার বিষয়ে প্রকৌশলী পলাশ বলেন, বড়পোল বরফকল এলাকায় সড়ক সম্প্রসারণ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু তৈয়বের সাথে যোগাযোগ করলে তিনি সন্ধ্যায় নগর ভবনে গিয়ে মেয়রের সাথে দেখা করতে বলেন।মাস্টারপ্ল্যানে পোর্ট কানেটিং রোডের ওই অংশ ১২০ ফুট আছে। কিন্তু সিটি করপোরেশন সড়ক সোজা করার কথা বলে গৃহায়ন কর্তৃপক্ষের আরও ৫০ ফুট জায়গা দখলে নিয়ে কাজ করছে। এজন্য কোনো অনুমতি নেয়নি।

তার ভাষ্য, সোমবার সন্ধ্যায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ তারা ছয়জন নগর ভবনে গিয়ে দ্বিতীয় তলায় অপেক্ষা করছিলেন। সে সময় তৃতীয় তলায় অডিটোরিয়ামে সভায় ছিলেন মেয়র। পরে নির্বাহী প্রকৌশলী আবু তৈয়ব তাদেরকে সেখানে নিয়ে যান।প্রকল্প সংশ্লিষ্ট হওয়ায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাকে কথা বলতে বলেন। তখন আমি অনুমতি নিয়ে বলি, সড়কের পাশের ওই জায়গা সবুজায়নের জন্য রাখা আছে। জবাবে মেয়র বলেন- ‘এটা অবৈধ দখলে ছিল, আমরা উচ্ছেদ করেছি, তখন হাউজিং (গৃহায়ন কর্তৃপক্ষ) কোথায় ছিল?

আমি বলি- আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেন তাহলে আমাদের কিছু বলার নেই। মাঠ পর্যায়ে আমরা খুব চাপে থাকি। আর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমিই তো দখলে থাকে। আমরা একে একে উচ্ছেদ করছি। এরপর উনি উত্তেজিত হয়ে যান।

তিনি বলেন, সিটি করপোরেশনের জমি কোথায় অবৈধ দখলে আছে দেখান? তখন আমি চুপ করে থাকলেও তিনি বলতে থাকেন- বলেন কোথায় আছে, বলতে হবে। তখন আমি বাধ্য হয়ে বলি- ফুটপাতে অনেক অবৈধ দখলদার দোকান আছে।এরপর উত্তেজিত অবস্থায় মেয়র চেয়ার থেকে দাঁড়িয়ে তাকে গালি দেন এবং এক পর্যায়ে চড় মারেন বলে অভিযোগ পলাশের।

মেয়র জিজ্ঞেস করেন- আপনার বাড়ি কোথায়? জবাবে বাড়ি গোপালগঞ্জ বলার পর তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। পাশে থাকা ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসময় ধাক্কা দিয়ে আমাকে অডিটোরিয়াম থেকে বের করে করিডরে নিয়ে আসেন।

করিডরে কাউন্সিলর ও মেয়র মিলে আবার মারধর করেন। এক পর্যায়ে করপোরেশনের কর্মচারীদের বলে একে বেঁধে রাখো, পুলিশ আসলে পুলিশে দেব। সোমবার সন্ধ্যায় মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মেয়র নাছির ও ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।নাছির উদ্দীন বলেন, সেরকম কিছু হয়নি। আমি একটি অনুষ্ঠানে আছি। দুপুরে করপোরেশনে আসুন, তখন কথা বলব।

আর কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের কথা ও আচরণ ভালো ছিল না বলে পাল্টা অভিযোগ তোলেন।

পলাশকে মারধরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আদৌ ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি।তিনি বলেন, সড়কের পাশে ড্রেনের জন্য ১৬ ফুট জমি দরকার। ওই প্রকৌশলী বলেন, ১০ ফুট দেব, এর বেশি দেব না। তখন মেয়র বলেন, আপনি দেওয়ার কে? জলাবদ্ধতা সৃষ্টি হলে তো সবাই আমাকে দোষারোপ করবে। মেয়র ক্ষিপ্ত হওয়ায় ওই প্রকৌশলীকে আমি কক্ষ থেকে বের করে দিই। তাদের তো আরও লোকজন ছিল। কারো সাথে তো কিছু হয়নি।প্রকৌশলী আশরাফুজ্জামান অফিশিয়াল কাজে এসে অফিশিয়াল আচরণ করতে পারেননি বলে মন্তব্য করেন কাউন্সিলর জোবায়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here