৪ দিনেও এফআর টাওয়ারের নকশা হাতে পায়নি তদন্ত কমিটি

0
49

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার চার দিন পরও রাজউকের নকশা পায়নি গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ফলে এফআর আর টাওয়ার রাজউকের নকশা মেনে তৈরি করা হয়েছিল কিনা তা এখনো জানতে পারেননি কমিটির সদস্যরা।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এফআর টাওয়ারের সামনে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন।এসময় তদন্ত কমিটির সদস্য গণপূর্তের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বলেন, আগুনের ঘটনার পর থেকেই আমরা কাজ করছি। রাজউকের সঙ্গে বসেছি নকশা নেওয়ার জন্য। গতকালও বসেছিলাম। কিন্তু নকশা হাতে পাইনি আমরা। আজ বিকেলে নকশা দেওয়ার কথা রয়েছে। আমাদের কাছে যে নকশা রয়েছে তা আগের নকশা। সেটি দিয়ে হবে না।

আমরা জানি, ইমারত নির্মাণ বিধিমালা আইন ১৯৫৩, ৮৪, ৯৬ সালের নকশার সাথে ২০০৬ ও ২০০৮ সালের সংশোধনী ইমারত নীতিমালা নকশার পার্থক্য রয়েছে। তাই রাজউক থেকে নকশা পাওয়া সাপেক্ষে আমরা যাচাই করব কোন নকশায় ভবনটি নির্মাণ হয়েছে। আর ভবন নির্মাণের সময় কোন কোন ত্রুটি ছিল।, যোগ করেন এই স্থপতি।

গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী বলেন, আমরা আমাদের মতো কাজ করছি। গণপূর্ত মন্ত্রণালয়ের ৮ সদস্যের কমিটির সবাই আন্তরিকভাবে কাজ করছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিতে পারব।

এদিকে, আগুনের পর এবার সরিয়ে নেওয়া হচ্ছে বনানীর এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরের অনেক অফিস। সোমবার (১ এপ্রিল) রাজধানীর এই ব্যস্ত অফিস পাড়ায় গিয়ে দেখা গেলো মালামাল সরিয়ে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।

তারা বললেন, এই ভবনে কমপক্ষে তিন মাস অফিস ব্যবহার করা যাবে না মর্মে নোটিস দেওয়া হয়েছে। তাই অন্য স্থানে অফিস সরিয়ে নেওয়া হচ্ছে।

দুপুর ১২ টার দিকে দেখা যায় পুলিশ পাহারায় এফআর টাওয়ারের বিভিন্ন অফিসের মালামাল বের করে ভবনের সামনে রাখা হয়েছে। কেউ কেউ মালপত্র কাঁধে নিয়ে চলে যাচ্ছেন।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে আগুন লাগে। সাত ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেডের ২১টি ইউনিট। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভবনের বেশ কয়েকটি তলা। এছাড়া আগুনে পুড়ে ও আতঙ্কে লাফ দিয়ে নিহত হয় ২৫ জন। আহত হন অর্ধ শতাধিক মানুষ।

এফআর টাওয়ারের ১৬ তলায় ডার্ট গ্র“প চাকরি করেন শফিকুল ইসলাম। মালামাল বের করার পর তিনি সারাবাংলাকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ভবনটি ঝুকিপূর্ণ চিহ্নিত করে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। বুয়েটের টিম আগামী তিন মাস ভবন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে তাই আমরা চাকরিজীবীদের স্বার্থে মালিকের নির্দেশে অফিসের মালামাল সরিয়ে নিচ্ছি।পঞ্চম তলায় আমরা নেটওয়ার্ক নামে কোম্পানির সহকারী পরিচালক কাজী রিয়াজুল বাশার বলেন, যেহেতু ভবনটি ব্যবহার করা যাচ্ছে না আমাদের আরও অফিস আছে সেখানে শিফট করছি।

মালামাল সরিয়ে নিতে দেখা গেছে, ১৪, ১৫, ১৭ ও ১৮ তলার অফিসের লোকদেরও।বনানী থানার এসআই কাজী ফারুক হোসেন প্রথমে বলেছিলেন, এখন শুধুমাত্র কাগজপত্র, কম্পিউটার ল্যাপটপসহ অন্যান্য হালকা জিনিসপত্র বের করতে দেওয়া হচ্ছে। তদন্তের জন্য আগুনের আলামতসহ ভারি জিনিসপত্রের কিছুই এখন বের করতে দেওয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here