পটুয়াখালীতে উপজেলা নির্বাচনে ১ টিতে বিদ্রোহী : ৬ টিতে আ. লীগ বিজয়ী

0
0

পটুয়াখালী জেলার ৭টি উপজেলা পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে ০১টিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়েছে। বাকি ৬ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড. গোলাম সরোয়ার-৫৭,০৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (কালাম মৃধা) কাপ-প্রিচ প্রতীক নিয়ে পেয়েছেন-২৮,৫১৭ ভোট।

মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক কাপ-পিরিচ প্রতীক নিয়ে-২৫,৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত গাজী আতাহার উদ্দিন পেয়েছেন-১১,২৭৮ ভোট।

দুমকী উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড. হারুন অর রশিদ হাওলাদার-১১,৫০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান সিকদার দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন-১০,৮২৪ ভোট।

বাউফল উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার- ৫৪,০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন-৩৫,৯৬২ ভোট।

দশমিনা উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ ১১,৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল হোসেন পেয়েছে ৯,২৫৩ ভোট।

গলাচিপা উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ শাহিন -৪৬,৩৯০ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সামসুজ্জামান লিকন নির্বাচন থেকে সরে দাড়ানোর কারনে তিনি পেয়েছেন-৩,৯৬৮ ভোট।

কলাপাড়া উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এস এম রাকিবুল আহসান- ৩৩,৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র সৈয়দ মোঃ আক্তারুজ্জামান কোক্কা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন-২৬,৯৬২ ভোট।

উল্লেখ্য গত ৩১মার্চ পটুয়াখালী জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ সাতটি উপজেলা নির্বাচনে গড়ে ৩৭.১৬ ভাগ ভোটার তাদের ভোট প্রদান করেছে বলে জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here