রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী মামলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এ ঘটনায় যে ব্যক্তি যে জন্য দায়ী, তার বিরুদ্ধে সেই সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ভবনের মালিককে আমরা শনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আরও লোকের দায়িত্বে অবহেলা থাকতে পারে। বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর, জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় মামলা করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত পর্যন্ত ১৯টি মরদেহের কথা ফায়ার সার্ভিস থেকে জানতে পারি। পরে ভবন সার্চ করে আরও ছয়টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেহেতু ফায়ারম্যান ছাড়া ভবনে আর কারও যাওয়ার অনুমতি নেই, তাই ফায়ার সার্ভিসের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে। এখন নিহতের মোট সংখ্যা ২৫ জন।
ডিএমপি’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস জীবনের ঝুকি নিয়ে কাজ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ডিএনসিসি মেয়রের মনিটরিংয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা ভবনটির প্রত্যেকটি ফ্লোরের প্রতিষ্ঠানের তালিকা করেছি। প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেছি। তাদের তালিকা করা হয়েছে। প্রতিটি ফ্লোরের দায়িত্ব একজন করে পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় মালিকদের ভবনের ভেতরে নিয়ে যাওয়া হবে। তারা দেখে আসবেন। এক ফ্লোরের মালিক অপর ফ্লোরে যেতে পারবেন না; যাতে কোনও জিনিসপত্র মিসিং না হয়। পুলিশ বিষয়গুলো খেয়াল রাখছে।
পুরান ঢাকার চকবাজারের ওয়াহেদ ম্যানশনে অগ্নিকান্ডের ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেফতার করা হয়নি। এ ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ওয়াহেদ ম্যানশনের মালিক পালিয়ে ছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়েছেন। আদালতের জামিনের বিষয় আমরা কোনও মন্তব্য করতে চাই না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) ২৩ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারের ওই অগ্নিকা-ের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৫৯ জন।