৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত ভোটগ্রহন শেষে ভোটের সরঞ্জামাদি নিয়ে উপজেলা সদরে ফেরার পথে বাঘাইছড়িতে সংগঠিত নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত দুই সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। ২৮ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে লংগদু জোনের দুইটি প্রথক সেনা দল যৌথখামার এলাকায় অভিযান চালিয়ে ত্রিদিব চাকমা এবং লংগদু এলাকা থেকে লারে চন্দ্রকে আটক করে। আটককৃত সন্ত্রাসী ত্রিদিব চাকমা জেএসএস (মূল) দলের এবং লারে চন্দ্র ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য। এছাড়া লারে চন্দ্র উক্ত এলাকায় অবৈধ চাদা সংগ্রহের সাথেও জড়িত বলে জানা যায়।
এদিকে, নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকান্ড সম্পর্কে আরও তথ্য পাওয়ার প্রেক্ষিতে অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে চলমান সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।