দেশে রাজনৈতিক মূল্যবোধ এখনও সঠিকভাবে গড়ে ওঠেনি: বি চৌধুরী

0
46

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী স্বাধীনতাকে স্বার্থকতা ও পরিপূর্ণতা দানের জন্য ছয়টি লক্ষ্য অর্জনের কথা বলেছেন, যার মধ্যে নারী ও শিশুদের নির্ভয়ে রাস্তায় চলাচল নিশ্চিত করার বিষয়টিও রয়েছে।

স্বাধীনতার ৪৮ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁন হলে বাংলাদেশ জনতা লীগের উদ্যোগে ‘চলমান রাজনৈতিক প্রসঙ্গ এবং স্বাধীনতার ৪৮ বছর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসনের সমালোচনা করে বিকল্পধারা সভাপতি বি চৌধুরী বলেন, এই প্রশাসন গণমুখী নয়। রাজনীতিকরা দুর্নীতিমুক্ত দেশে দুর্নীতি অর্ধেক কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বি চৌধুরী বলেন, আমি মনে করি, ছয়টি জিনিস যেদিন আমরা অর্জন করতে পারব আমাদের স্বাধীনতা সেদিন পরিপূর্ণ ও স্বার্থক হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ এবং শিশু-নারীসহ সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ।

যেদিন আমাদের মা-বোনেরা নিঃশঙ্ক চিত্তে রাস্তায় হাঁটতে পারবেন, যেদিন নারী ও শিশুরা নির্যাতিত হবে না, যেদিন নারীরা ধর্ষিত হবে না, সেদিন হবে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ।গণমুখী প্রশানের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, দেশে এমন একটা প্রশাসন থাকবে যে প্রশাসন ব্রিটিশ প্রশাসনের মতো নয়, পাকিস্তানি প্রশাসনের মতো নয়, যে প্রশাসন গণমুখী বাংলাদেশের প্রশাসন। যে পর্যন্ত পুলিশকে আমরা ভয় পাব না, পুলিশ দেখলে কেউ ভয়ে পালিয়ে যাবেন না। যে প্রশাসনের কাছে স্বাভাবিক কাজ আদায় করতে গেলে ঘুষ চায়, পয়সা চায়- সেটা কি গণমুখী প্রশাসন?

যতদিন পর্যন্ত দেশে অকার্যকর, ব্যর্থ অথবা অস্বাস্থ্যকর প্রশাসন থাকবে- যারা কাজ করতে চায় না, যারা দুর্নীতি করতে চায়, যারা মানুষের ওপর খবরদারি করতে চায়, মনে করে তারা প্রভু। তারা যে সাধারণ মানুষের জন্য নিয়োজিত প্রশাসন-এটা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না করতে পারব, সেই মনেবৃত্তি প্রতিষ্ঠিত করতে না পারব ততদিন আমরা গণমুখী প্রশাসন পাব না।

রাজনীতিকদের প্রতি দুর্নীতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা জানিয়ে বি চৌধুরী বলেন, দেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতিমুক্ত রাজনীতি হতে হবে। রাজনীতি যারা করে তারা যদি দুর্নীতি মুক্ত হতে পারেন বাকি সব দুর্নীতিমুক্ত হবে।

রাজনীতিকদের মধ্যে যদি স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ মানুষ থাকেন তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করা শক্ত, কঠিন। রাজনীতি কুলষমুক্ত করতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে। রাজনীতিকরা যদি শুধু দুর্নীতি না করতেন তাহলে বাংলাদেশে দুর্নীতির ৫০ ভাগ সাতদিনে বন্ধ হয়ে যেত। এসব মনে প্রাণে সরকারকে বিশ্বাস করতে হবে।

জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার দাবি গণতন্ত্রের দাবি। গণতন্ত্রের মাধ্যমে দেশের সব মানুষের মতামতের প্রতিফলন হবে এবং তার ফলে দেশের মানুষ কথা বলতে পারবে, দেশের মানুষ ভোট দিতে পারবে। সেই ভোট সঠিকভাবে গণনা হবে। তার মধ্যে গণতন্ত্রের যে অধিকার, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠত হবে। এই অর্জন খুব সহজ নয়। বিশেষ করে তৃতীয় বিশ্বের মতো দেশে।

আমাদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ এখনও সঠিকভাবে গড়ে ওঠেনি।বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন বিকল্পধারার সভাপতি বি চৌধুরী, যার দল একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দুটি আসনে বিজয়ী হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলালের সভাপতিত্বে ও মহাসচিব সরকার জামালের পরিচালনায় আলোচনা সভায় বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, যুক্তফ্রন্টের সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি, বিকল্পধারার সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here