বিদেশে পলাতক আসামিদের দ্রুত ফেরত চায় বাংলাদেশ

0
27

দেশের আদালতে দন্ডাদেশের পর বিদেশ পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান। বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তার।

আদালতের রায়ে দন্ডাদেশ পাওয়া যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে কবে নাগাদ ফেরত আনা হবে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে লুকিয়ে থাকা সব অপরাধীকে ফেরত আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, বিদেশে পলাতক সব অপরাধীকে ফেরত আনতে পারব।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বিষয়গুলো একটি প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। সময় প্রয়োজন। তবে দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি। তবে কোনো কোনো সংস্থা আপত্তি তুলছে। আমরা বলতে চাই ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশের বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। সে কারণে ৭৮টি মিশনে এই ব্লু বক্স দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে। ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে। এরআগে, গত ৫ মার্চ (মঙ্গলবার) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার এলিনশন ব্লেক বিদায়ী সাক্ষাৎ করতে এলে বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। ওই যুক্তরাজ্যে পলাতক আসামিদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here