সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নুরের

0
0

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই দাবি তোলেন।

সাংবাদিকদের সামনে নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা অংশ নেবো এবং শিক্ষার্থীরাও সেটা চায়। কারণ শিক্ষার্থীরা দেখেছে ৯০ এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে পেশিশক্তি নির্ভর যে অপরাজনীতি হয়েছে সেটা শিক্ষার পরিবেশকে ব্যহত করেছে। এই অপরাজনীতির আধিপত্যকে কেন্দ্র করে অপকর্ম হয়েছে। সে জায়গা থেকে আমরা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছাত্রদের দাবি নিয়েই কাজ করতে চাই।

তিনি আরও বলেন, গত বছর ছাত্রদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আমরা যে জনপ্রিয়তা পেয়েছি, তাদের মধ্যে যে গ্রহণযোগ্যতা পেয়েছি, এ থেকে আমরা আশাবাদী সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে হবে।

নুর বলেন, ‘ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে তার প্রতিবাদ চলছে। সে জন্য আমি ভিপি নির্বাচিত হয়েও আবার নির্বাচন চেয়েছি। আর ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররাও দেখেছে। তাই আমার মনে হয় অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমন নির্বাচন হবে না। আর যদি হয় তাহলে আপনারা দেখেছেন ছাত্ররা কখনও প্রতিবাদ করেছে আবার কখনও করেনি। কিন্তু যখন অন্যায়ের মাত্রা চরম আকার ধারণ করে তখন ছাত্ররা কিন্তু থেমে থাকে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here