মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে: ড. কামাল

0
26

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। ষোলো আনা মুক্তি পাওয়ার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে।

মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ড. কামাল এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আন্দোলনের মধ্যেই সংবিধান প্রণয়ন করতে পেরেছি। আন্দোলনের মাধ্যমেই বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি। তবে গণতন্ত্রকে বাস্তবে কার্যকর করার জন্য জনগণের ঐক্যকে সুসংহত করে যেতে হবে।

গণফোরাম সভাপতি আরও বলেন, সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা বলা আছে, জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে, স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু সব সময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তাঁর অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।

দেশে বাকশালের শাসনব্যবস্থা কায়েম হতে চলেছে কি না—এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম। বঙ্গবন্ধু বেঁচে থাকাকালে আমরা বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছিলাম। এখন যেন একনায়কতন্ত্র না আসে, সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে।

গণফোরাম সভাপতি আরও বলেন, জনগণের ঐক্য হলো সব শক্তির মূলে। সেই শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সুষ্টি করতে চায়। ষোলো আনা মুক্তি পেতে গেলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।স্মৃতিসৌধে কামাল হোসেনের সঙ্গে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here