দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার : ফখরুল

0
0

সরকার গণতন্ত্রকে হরণ করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আজ স্বাধীনতার মুল চেতনা গণতন্ত্রকে হরণ করা হয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সব অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছে। আজকে সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরার কোনও নিরাপত্তা নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে তিনি শপথ নেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করে অঙ্গীকার করছি, খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো। তাকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ডা. জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ ।

এর আগে মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকে এ মহান দিনে জনগণের কাছে আহ্বান জানাতে চাই, স্বাধীনতার আদর্শ, লক্ষ্য ও চেতনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে৷ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

দুই দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদ- নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে কারবন্দি করে রেখেছে।

ফখরুল বলেন, যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সে চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ‘অধিকার হরণ করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষের চলাফেরার নিরাপত্তা পর্যন্ত নেই।

ফখরুল সাংবাদিকদের বলেন, আজকে আমরা শপথ গ্রহণ করেছি, দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। দেশনেত্রীকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে এদেশের জনগণের মুক্ত করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here