চট্টগ্রামে কেন্দ্র দখলের চেষ্টা, পুলিশ গুলিবিদ্ধ

0
33

চট্টগ্রামের চন্দনাইশে ভোটারের বেশে এসে কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ হোসেন নামের এক কনস্টেবল আহত হন। গুলি কনস্টেবল ফরহাদের তলপেটে লাগে। রোববার সকালে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আহত কনস্টেবল ফরহাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে পুলিশ। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। এজন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম বলেন, সকাল ১০টার দিকে জানতে পারি পূর্ব চন্দনাইশ পৌরসভার ৬৩ নম্বর কেন্দ্রে কিছু সন্ত্রাসী হঠাৎ করে সেন্টার দখল করতে আসে, তখন পুলিশ সদস্যরা তাদের চেজ করে। চেজ করলে লোকাল গান এলজি দিয়ে গুলি করে। কনস্টেবল ফরহাদের তলপেটে গুলি লাগে।

পুলিশ সুপার নূরে আলম বলেন, দ্রুত ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ছোট অপারেশন লাগবে তবে সে ঝুঁকিমুক্ত।

পুলিশ সুপার আরো বলেন, সেন্টার দখল করার জন্য একটা গ্র“প ভোটারের বেশে আসে। বোঝা যায়নি ভোটার না সন্ত্রাসী। আমাদের অভিযান চলছে। ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা ধরে ফেলব।

দুর্বৃত্তরা কোন পক্ষের জানতে চাইলে পুলিশ সুপার বলেন, স্থানীয় বাসিন্দারা বলছেন তারা নাজিম উদ্দিনের লোকজন। তবে এটা ভেরিফায়েড না।নাজিম উদ্দিন ওই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here