“খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” (KMSS) ” এর কার্যনির্বাহী কমিটি গঠন।

0
93

আজ ২২ মার্চ ২০১৯ দিনব্যাপি ঢাকার মিরপুরে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদের এক সম্মেলনে, সম্মানিত দশ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত ” KMSS নির্বাচন পরিচালনা কমিটি-২০১৯” এর মাধ্যমে “খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (KMSS)” এর ৩ বছর (২০১৯-২০২১) মেয়াদি নিম্নোক্ত চার জনকে নিয়ে আংশিক কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে উক্ত সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে।

১. মোঃ শহীদুল ইসলাম-সভাপতি,
২. তুহিন মতিউর হায়দার-সহ.সভাপতি,
৩. রইস উদ্দিন রুবেল-সহ.সভাপতি,
এবং
৪. কাজী মাহতাব উদ্দিন তৌফিক-সাধারন সম্পাদক

উল্লেখ্য গত ০৭/০৯/২০১৮ এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠা বা জন্ম শুরু হয়েছিল। “মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়” এই লক্ষ্য-উদ্দেশ্যকে বুকে ধারণ করে বাংলাদেশর সকল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ হবার প্রয়াসে গত ০৭ সেপ্টেম্বর ২০১৮ইং দেশের একমাত্র ও প্রথম সংগঠন – “খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” সংক্ষেপে (KMSS) ” প্রতিষ্ঠা লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here