অনিরাপদ তন্দ্রা/খালিদ হাসান তুষার
অস্থির সময়ে বেড়ে উঠছে শিশু
সে আর মাঠের সবুজ পাবে না
ঘনবন, নীলাকাশ
না পাবে বিকেলের সোনা রোদ
কাশবন, জোনাকি
শিশুদের সরল শৈশব মাটি হয়ে যাচ্ছে।
সে আর মাঠের সবুজ পাবে না
ঘনবন, নীলাকাশ
না পাবে বিকেলের সোনা রোদ
কাশবন, জোনাকি
শিশুদের সরল শৈশব মাটি হয়ে যাচ্ছে।
কেউ আর খালি পায়ে হাঁটে না
চাকাওয়ালা চেয়ার ভুলিয়ে দিচ্ছে মায়ের অভাব।
সে আর দৌড়াচ্ছে না
ডাক্তারের পরামর্শে হাতে পায়ে ধূলো লাগাচ্ছে না
বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে পারছে না
এ্যাকুরিয়ামে মাছ চাষ করে ভাবছে
পুকুরের কোন প্রয়োজনীয়তা নেই।
শিশু আর চঞ্চল ছেলেবেলা পাচ্ছে না
এমন ভারী কাঁচের চশমা পরে আছে
ঐ চশমার রঙিন কাঁচ ভেদ করে
নষ্ট, সুন্দর, নির্মল কিছুই সে পার্থক্য করতে পারছে না।
হে শিশু, আমার স্নিগ্ধ সন্তান, দূর্গম বিষাক্ত পৃথিবীতে
নিরাপদ উপযোগী এই বুক ছাড়া
তোমাকে আর কোথায় রাখবো ?