স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, পথে ঘাটে যাওয়া আসার পথে প্রতিনিয়ত হয়রানির শিকার হন মেয়েরা। তাদেরকে দুর্বল ভেবেই গণপরিবহন এমনকি মার্কেটেও কটূক্তির মাধ্যমে আক্রমণ করে থাকে বখাটেরা। এই পরিস্থিতি মোকাবেলায় মেয়েদের জন্য প্রয়োজন সাহস ও আত্মরক্ষার কৌশল জ্ঞান। মেয়েরা এতদিন আত্মরক্ষার কথা না ভাবলেও ইদানীং অনেকই ভাবছেন প্রতিরোধের কথা। এ ক্ষেত্রে কার্যকর কৌশল হতে পারে মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ ।
এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বেসরকারি সংস্থা রূপান্তর এর প্রশিক্ষণ সহোযোগিতায় উপজেলার প্রায় অনেক বিদ্যালয়ের মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ এর মাধ্যমে লাইফ স্কিল মেসেজ দেয়া হচ্ছে। এবং মেয়েরা সেই প্রশিক্ষণ পেয়ে নিজেকে আত্মরক্ষা ও কটূক্তি, ইভটিজিং প্রতিরোধ করে চলতে পারতেছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায়, তাদের কারাতে প্রশিক্ষণ এর পুনরাবৃত্তি চলছে। কথা হয় সেই বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ও দলপতি রাবেয়া বাসরী হিমুর সাথে। তিনি জানান, রুপান্তর থেকে প্রথমে আমাদের ২৫ জন কে প্রশিক্ষণ দিয়েছে। আমরা সেই প্রশিক্ষণ নিয়ে আমাদের বিদ্যালয়ের প্রায় চার শত জন শিক্ষার্থীকে সেই প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। আগে বিদ্যালয়ে আসা যাওয়া করতে অনেক ছেলে বিভিন্ন ধরনের কথা বার্তা বলতো ইভটিজিং করতো সেসব সময়ে কিভাবে আমরা নিজেকে আত্মরক্ষা করব প্রতিরোধ করব এবং অভিযোগ কোথায় জানাবো এসব বিষয় আমরা এখন জেনেছি এই প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ এর মাধ্যমে।
এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ সমন্ধে কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুস সালাম বলেন, রুপান্তর এর সহোযোগিতায় এই বিদ্যালয়ের ২৫ জন মেয়েকে তারা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয় পরবর্তীতে বাকি শিক্ষার্থীদের আগ্রহের কারনে এই ২৫ জনই আবার আমার অনুমতিতে বাকি প্রায় চার শত জন্য শিক্ষার্থীকে এই প্রশিক্ষন দিচ্ছে।
তিনি আরও জানান, এই প্রশিক্ষণের ফলে আগে বিদ্যালয়ে আসার পথে শিক্ষার্থীদেরকে বখাটে ছেলেদের বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়েছিল এখন সেগুলো বন্ধ হয়েছে। বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী এখন নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় এবং কিভাবে প্রতিরোধ করতে হয় সেই কৌশল শিখে গেছে এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজের মাধ্যমে।
হাতীবান্ধা রূপান্তর এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান বলেন, রূপান্তর সহোযোগিতায় আমরা এই উপজেলায় প্রায় অনেক বিদ্যালয়ে বালিকাদের মাঝে এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়ার চেষ্টা করতেছি। যার কারণে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে ইভটিজিং সহ বিভিন্ন যৌন হয়রানি মূলক আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং প্রতিরোধ সহ কিভাবে আইনের আশ্রয় ও অভিযোগ জানাতে পারে সেই বিষয়ে আমাদের এই প্রশিক্ষণ টি দেওয়া হচ্ছে।
উক্ত প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান পান্না পরিচালক ( রিফট) রূপান্তর। হাতীবান্ধা এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান মিউজিক ট্রেইনার বকুল চন্দ্র এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার শহিদুল ইসলাম হাতীবান্ধা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রমুখ।